আজ বিকেল: পিএসসিতে দুর্নীতির বিরুদ্ধ লাগাতার বিক্ষোভ দেখিয়ে জেলে যেতে হল ১৩ চাকরিপ্রার্থীকে৷ আজ, মঙ্গলবার দুপুরে নিয়োগের দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান জুনিয়ার ইঞ্জিনিয়ার পদপ্রার্থীদের একাংশের৷ অভিযোগ, দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পিএসসির দপ্তরের বিক্ষোভ দেখাতেই চাকরিপ্রার্থীদের নাম নথিভুক্ত করে পুলিশ ১৩ জুনিয়ার ইঞ্জিনিয়ার পদপ্রার্থীকে গ্রেপ্তার করে৷ তুলে নিয়ে যাওয়া হয় থানায়৷
এর আগে দুর্নীতির অভিযোগ তুলে চাকরির দাবিতে পিএসএসি ভবনের সামনে বিক্ষোভ দেখেন ইঞ্জিনিয়ারিং পাশ চাকরিপ্রার্থীরা৷ গত ২৫ জুন ও ১২ ও ৩০ জুলাইয়ের পর আজ ফের ধর্নায় বসেন পদপ্রার্থীদের একাংশের৷ পিএসসির চেয়ারম্যানকে আইএএস পদমর্যাদার হতে হবে। অবস্থান বিক্ষোভের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা৷ শয়ে শয়ে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান৷ এরপরই পুলিশ পৌঁছে চাকরিপ্রার্থীদের গ্রেপ্তার করে বলে অভিযোগ৷
জানা গিয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষার নোটিস হয় ২০১৭-তে। গত বছর জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিলআপ হয়। তারপর ১৮ ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়। ওই বছর ২৫ নভেম্বরে পরীক্ষা হয়। ডিসেম্বরে ভাইভা হয়। গত ১৭ জুন ইলেকট্রিকালের রেজাল্ট বেরলে দেখা যায় ২০৫৩ জন পাশ করেছেন। মাত্র ১২০জনকে এই ২০৫৩ জনের মধ্যে নিয়োগ করা হয়েছে। সাধারণত শূন্যপদ অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হয়। একটা পদের জন্য তিনজনকে ডাকা হয়। সাধারণত শূন্যপদ থাকলেই পরীক্ষা হয়। তাহলে মাত্র ১২০জনকে নিয়োগ করল, বাকিদের কী হবে? শূন্যপদগুলি কোথায় গেল? বিসিএস, ফায়ার অপারেটর, ফুড সার্ভিস সবেতেই দুর্নীতি। মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীদের একাংশ৷ শূন্যপদের তালিকা প্রকাশ ও ইন্টারভিউতে ডাকা চাকরিপ্রার্থীদের ফলাফল প্রকাশেরও দাবি জানানো হয়৷