নয়াদিল্লি: শিক্ষানবিশ বা Apprentice পদে প্রচুর লোক নিচ্ছে ইস্টার্ন রেলওয়ে৷ মাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে৷ অনলাইন আবেদনের শেষ তারিখ ৯ জুলাই, ২০২০৷
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২০-র জন্য rrcer.com –ওয়েবসাইটে আবেদন করতে পারবেন৷ মোট ২,৭৯২ জন শিক্ষানবিশ নেবে রেল৷ এই পদের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ ইস্টার্ন রেলের বিভিন্ন ডিভিশন যেমন হাওড়া, শিয়ালদা, মালদা, আসানসোল, কাঁচড়াপাড়া, লিলুয়া, জামালপুরে লোক নেওয়া হবে৷
কোন ডিভিশনে কত লোক নেওয়া হবে-
* হাওড়া ডিভিশন- ৬৫৯
* শিয়ালদা ডিভিশন-৫২৬
*মালদা ডিভিশন-১০১
*আসানসোল ডিভিশন-৪১২
*কাঁচড়াপাড়া ওয়ার্কশপ-২০৬
* লিলুয়া ওয়ার্কশপ-২০৪
*জামালপুর ওয়ার্কশপ-৬৮৪
কী ভাবে আবেদন করতে হবে-
* প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট http://www.rrcer.com/-এ যেতে হবে৷
* হোমপেজে গিয়ে ‘‘অনলাইন অ্যাপলিকেশন ফর অ্যাক্ট অ্যাপ্রেনটিস ২০১৯-২০২০: ১৫ ডে অ্যাডিশনাল উইন্ডো’’-তে ক্লিক করতে হবে৷
* আরআরসি ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেনটিস ২০১৯-২০২০-র জন্য আবেদন করতে এরপর ‘নিউ রেজিস্ট্রেশন’- এর উপর ক্লিক করতে হবে৷
* প্রিলিমিনারি রেজিস্ট্রেশন (স্টেজ-১) পেজে ড্রপ ডাউন লিস্ট থেকে ইউনিট এবং ট্রেড সিলেক্ট করতে হবে৷
* প্রিলিমিনারি রেজিস্ট্রেশনে (স্টেজ-২) নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, সম্প্রদায়, ঠিকানা, ই-মেল আইডি, মোবাইল নম্বর এবং অন্যান্য ডিটেইলস দিতে হবে৷
* এরপর স্ক্যানড ফটো, সই এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে৷
* সব শেষ আবেদন ফি জমা করে সাবমিটে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে৷
ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্টে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে৷ স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর পেতে হবে প্রার্থীদের৷ এছাড়াও প্রার্থীদের NCVT বা SCVT প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷