কলকাতা: টেট মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করল ডিভিশন বেঞ্চ। ৩১ জানুয়ারি রাজ্যজুড়ে হয়েছিল টেট পরীক্ষা। সেই পরীক্ষায় ২৬৯জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেন৷
রাজ্যে পক্ষের আইনজীবী লক্ষী গুপ্ত ও রাতুল বিশ্বাস বৃহস্পতিবার আদালতে জানান, ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, যে সমস্ত চাকরিপ্রার্থী D.EL.Ed প্রশিক্ষণপ্রাপ্ত শুধুমাত্র তারাই টেট পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু ২৬৯ জন চাকরিপ্রার্থী ২০১৭সালের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই তারা পরীক্ষার আবেদন করেন৷ রাজ্যের পক্ষের আইনজীবীদের আরও বক্তব্য, বিজ্ঞপ্তি জারি করার সময় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, ২০১৭ সালের বিজ্ঞপ্তির পর নতুন করে কেউ D.EL.Ed প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কোন চাকরিপ্রার্থী তারা আবেদন করতে পারবে না৷ কিন্ত তার পরেও ২৬৯ জন চাকরিপ্রার্থী তারা টেট পরীক্ষায় বসার আবেদনপত্র জমা দেয়৷
প্রাথমিক শিক্ষা সংসদ জানিয়ে দেয়, তাদের পরীক্ষায় বসার অনুমতি দিতে পারছে না, কারণ বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল। এর পরেই ২৬৯ জন চাকরিপ্রার্থী তারা কলকাতা হাইকোর্টে আবেদন জানায় ২৮ জানুয়ারি ২০২১ সালের হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ ২৬৯ জন চাকরিপ্রার্থীকে টেট পরীক্ষায় বসার অনুমোদন দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন জানায়।