সুখবর! ২৪ শিল্পকেন্দ্রে ৩ কোটি কর্মসংস্থানের ঘোষণা কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর

সুখবর! ২৪ শিল্পকেন্দ্রে ৩ কোটি কর্মসংস্থানের ঘোষণা কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর

3 stocks recomended

নয়াদিল্লি: ভারতের শিল্প এবং কর্মসংস্থান নিয়ে চমকপ্রদক ঘোষণা কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের। বোর্ড অফ ট্রেড এর সমাবেশে তিনি জানান, ভারতের এমন ২৪টি শিল্পকেন্দ্রকে নির্বাচিত করা হয়েছে, যারা ২০ লক্ষ কোটি টাকার সহযোগিতা পাবেন৷ যা ভারতীয় শিল্পে অন্তত ৩ কোটি মানুষের কর্মসংস্থানের জোগান দেবে৷

বুধবার বোর্ড অফ ট্রেডের বৈঠকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ‘‘আমরা ভারতের ২৪টি শিল্পকেন্দ্রকে চিহ্নিত করেছি। আমাদের বিশ্বাস এই শিল্প কেন্দ্রগুলি ভারতের বার্ষিক উৎপাদনে ২০ লক্ষ কোটি টাকা সহযোগিতা করতে পারবে। এই টাকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৩ কোটি মানুষের কর্মসংস্থান দেওয়া সম্ভব হবে।’’ তাঁর কথায় স্পষ্ট, ভারত শিল্পে উৎপাদন যত সম্ভব বাড়াতে চায়৷ চিন থেকে সমস্ত দ্রব্যের আমদানি যথাসম্ভব কমিয়ে আনার চিন্তাভাবনা চলছে৷ ড্রোন, রোবটিক্স, ইলেকট্রিক ভেহিকেল সরঞ্জাম, অ্যালুমিনিয়াম, জিমের সরঞ্জাম, খেলনা ও স্পোর্টস সরঞ্জাম, সেরামিকস ও কাঁচ, ইথানল ইত্যাদি শিল্পকেন্দ্রগুলি এই ভাবনার আওতায় পড়ছে৷

গোয়েল আরও জানিয়েছেন, বিদেশে রফতানির ক্ষেত্রে ১ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা এবং ৫ ট্রিলিয়ন ডলারের জিডিপি পূরণের চেষ্টা চলছে৷ আগামী বর্ষ থেকে অর্থনীতিতে সরকার ইতিবাচক উত্থানের আশা করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =