SET-র ফল প্রকাশ কলেজ সার্ভিস কমিশনের, রেকর্ড সাফল্যে নজির রূপান্তরকামীর

SET-র ফল প্রকাশ কলেজ সার্ভিস কমিশনের, রেকর্ড সাফল্যে নজির রূপান্তরকামীর

 

কলকাতা: পরীক্ষা নেওয়ার ৭ মাসের মাথায় এবার সেটের ফল প্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন৷ বিগত কয়েক বছরের নিরিখে এবছর ফলাফল যথেষ্ট ইতিবাচক বলে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে কমিশনের তরফে৷ শনিবার প্রকাশিত হয়েছে সেটার ফলাফল৷ অনলাইনে মিলছে ফলাফল দেখে নেওয়ার সুযোগ৷ একইসঙ্গে সার্টিফিকেট ওয়েবসাইটে ডাউনলোড করার সুযোগ দিচ্ছে কলেজ সার্ভিস কমিশন
 

আজ সেটের ফল প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন৷ করোনা আবহের মধ্যে শনিবার সকালে ফল প্রকাশিত হয়েছে৷ পরিসংখ্যান বলছে, এবছর উত্তীর্ণ হয়েছেন প্রায় ৩৫০০ জন৷ এবার মোট বৈধ পরীক্ষার্থী ছিলেন প্রায় ৪৮ হাজার ৬০০ জন৷ এবার প্রথম আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ ছিল৷ এই প্রথম পরীক্ষায় বসেছিলেন ৬ জন রূপান্তরকামী৷ তাঁদের মধ্যে একজন উত্তীর্ণ হয়েছেন বলে জানা গিয়েছে৷ ২০১৯ সালের সেটের পরীক্ষা নেওয়া হয়েছিল ১৯ জানুযায়ি৷

পরিসংখ্যান বলছে, ২০১৩ সালে মোট ২৬ হাজার ১১১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন৷ তার মধ্যে সফল হয়েছিলেন ১ হাজার ৬৪৩ জন৷ ২০১৪ সালে ২৬ হাজার ৩৮০ জন পরীক্ষা দিলেও সফল হয়েছিলেন মাত্র ৮৫৯ জন৷ ২০১৫ সালে সেই সংখ্যা বেড়েছিল বেশ খানিকটা৷ ২০১৫ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩২ হাজার ২০৭ জন৷ সফল হয়েছিলেন ১০৪৭ জন্য৷ ২০১৭ সালে ৪৩ হাজার ৬১২ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন৷ তার মধ্যে সফল হয়েছিলেন ২ হাজার ৮৪২ জন৷ এবার সেই সংখ্যাটা এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে৷ কমিশনের এই https://www.wbcsconline.in/Login.aspx ওয়াবসাইট থেকে সরাসরি ফল দেখা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 15 =