কম নম্বর পেয়েও দু’বার নিয়োগের সুপারিশ! ‘Blue Eyed Boy’ নাকি? প্রশ্ন হাই কোর্টের

কম নম্বর পেয়েও দু’বার নিয়োগের সুপারিশ! ‘Blue Eyed Boy’ নাকি? প্রশ্ন হাই কোর্টের

কলকাতা: নবম-দশমে কম নম্বর পেয়েও কী ভাবে দু’বার নিয়োগের সুপারিশ? ‘Blue Eyed Boy’ নাকি? স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর কাছে জবাব তলব করল কলকাতা হাই কোর্ট৷ সেই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সন্তোষজনক জবাব দিতে না পারলে সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেওয়া হবে৷ 

আরও পড়ুন- SSC: কর্মী নিয়োগে অনিয়ম, ‘ডেডলাইন’ দিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসি’র বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে৷ অবৈধভাবে নিয়োগের অভিযোগ উঠেছে৷ এরই মধ্যে ২০১৬ সালে নবম-দশম স্তরে নিয়োগ পরীক্ষায় কম নম্বর পাওয়া এক চাকরি প্রার্থীকে দুই বার নিয়োগের সুপারিশ করা হয় বলে অভিযোগ৷ কম নম্বর পাওয়া সত্ত্বেও কী ভাবে নিয়োগ দেওয়া হল? কমিশনের কাছে জবাব তলব করেছে হাই কোর্ট৷ এই প্রশ্নের যথাযথ উত্তর পেতে কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে আজকের মধ্যে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০-র জানুয়ারি পর্যন্ত চেয়ারম্যান ইনচার্জ অশোক কুমার সাহাকেও আজকের মধ্যে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

সেইসঙ্গে আদালত স্পষ্ট জানিয়েছে, কমিশন এই প্রশ্নের  সন্তোষজনক উত্তর দিতে না পারলে  সিবিআইকে অনুসন্ধানের দায়িত্ব দিতে হবে। পাশাপাশি নবম-দশম শ্রেণির ইতিহাসের শিক্ষক শেখ ইনসান আলির চাকরি বাতিল করার নির্দেশও দিয়েছেন বিচারপতি৷ উল্লেখ্য, ২০১৬ সালে নবম-দশম স্তরে নিয়োগ পরীক্ষায় কম নম্বর পেয়েও স্কুলের চাকরিতে নিয়োগ নিয়ে মামলা দায়ের করেন শ্বেতাবুদ্দিন সহ ৪ জন।