বেতন পেলেন না ২ লক্ষ শিক্ষক! অপেক্ষা করুক, বার্তা শিক্ষামন্ত্রীর!

বেতন পেলেন না ২ লক্ষ শিক্ষক! অপেক্ষা করুক, বার্তা শিক্ষামন্ত্রীর!

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সভা-সমিতি করে দাবি করেন, তৃণমূল সরকারের আমলে শিক্ষকরা মাস পয়লা বেতন পান৷ কিন্তু রাজ্য সরকারের সেই কৃতিত্ব এখন প্রশ্নের মুখে ঠেলে মাস পয়লা বেতন থেকে বঞ্চিত হলেন রাজ্যের কমপক্ষে দু’লক্ষ শিক্ষক৷

মাস পয়লা বেতন হল না শিক্ষকদের৷ মার্চ মাসের ২ তারিখ হয়ে গেলেও অ্যাকাউন্টে এখনও ঢোকেনি বর্ধিত বেতনের টাকা৷ কেন বেতন পাননি শিক্ষকরা? তার খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষকদের অপেক্ষা করার বার্তা মন্ত্রীর৷ জানা গিয়েছে, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের বেতন এখনও পর্যন্ত পাননি৷ ফেব্রুয়ারি মাসের বেতন না পেয়ে বেশ খানিকটা ক্ষুব্দ শিক্ষকদের একাংশ৷

পরিবর্তনের সরকার আসার পর থেকেই পশ্চিমবঙ্গের শিক্ষকদের মাস পয়লা বেতন দেওয়ার ব্যবস্থা চালু করে৷ এই নিয়ে বিশেষ কৃতিত্বের দাবি করে রাজ্য সরকার৷ কিন্তু এই প্রথম আর্থিক বছর শেষ হওয়ার আগের মাসে বেতন বিভ্রাট দেখা দিল স্কুল শিক্ষকদের ক্ষেত্রে৷ ফেব্রুয়ারি মাসের বর্ধিত বেতন এখনও পর্যন্ত সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষকদের অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ৷ বেতন থেকে বঞ্চিত হয়েছেন উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকরা৷ বেতন পাননি প্রায় দু’লক্ষ বেশি শিক্ষক৷ কী কারনে বেতন বিভ্রাট, তা নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে৷ সরকারের তরফ এখনও সেই বিষয়ে কোনও স্পষ্ট বার্তা দেওয়া হয়নি৷ তবে, দ্রুত সমস্যা মেটানোর কাজ চলছে বলে খবর৷ গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিষয়টি খোঁজ নেবেন৷ নেবেন উপযুক্ত ব্যবস্থা৷ অন্যদিকে শিক্ষকদের অভিযোগ, এই প্রথম তৃণমূলের জমানায় মাস কয়লা বেতন হল না৷ মার্চ মাসে আর্থিক বছর শেষ হওয়ার কারণে এপ্রিলের বেতন কিছুটা দেরিতে হয়৷ কিন্তু অর্থবছর শেষ হওয়ার আগেই বেতন বিভ্রাট ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ যদিও সরকারি ভাবে জানা গিয়েছে, তড়িঘড়ি করে শিক্ষকদের বেতন সমস্যা মেটানোর কাজ শুরু হয়েছে৷ অবিলম্বে বেতন মিটিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘কী কারণে ওঁরা পাইনি আমরা জানা নেই৷ আমরা তো বেতন ট্রেজারিতে পাঠিয়ে দিয়ে থাকি৷ কেন তাঁরা পেল না, বলতে পারব না৷ খোঁজ নিয়ে দেখতে হবে৷ এই বিষয়টি নিয়ে আমাদের খোঁজ নিতে হবে৷ তাদের প্রাপ্য তাঁরা নিশ্চয়ই পাবেন৷ একটু অপেক্ষা করে দেখুন৷ আমরা চাই ১ তারিখে বেতন হোক৷ রবিবার হলে ট্রেজারিতে বেতন আগেই পাঠিয়ে দেওয়া হয়৷ ট্রেজারিতে টাকা পাঠানো নিয়ে কোনও অভিযোগ থাকলে বলুন৷ সে ক্ষেত্রে যদি কোনও অভিযোগ থাকে আমরা দেখে নেব৷ আমাদের দপ্তর থেকে টাকা সময়মতো পাঠানো হয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − one =