নয়াদিল্লি: খুব শিগগিরই আইআইটি খড়গপুর চালু করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর বিশেষ কোর্স। আবেদন প্রক্রিয়া চলছে। দেশের ৩ টি কেন্দ্রে এই বিশেষ পাঠ্যক্রম চালু হবে। এমনটাই জানিয়েছেন, প্রতিষ্ঠানের এক উচ্চপদস্থ আধিকারিক।
আইআইটি- কেজিপির অধিকর্তা পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, এই সার্টিফিকেট প্রোগ্রামের মাধ্যমে প্রযুক্তিকে হাতিয়ার করে কীভাবে দেশে বুদ্ধিবৃত্তি-মেধাশক্তিকে আরো প্রখর করা যায়, তাই লক্ষ্য। কোর্স শুরু হবে ১০ মার্চ থেকে। স্ক্রিনিং ও শর্টলিস্টিং এর কাজ চলছে ২ জানুয়ারি থেকে।
কোর্স বৃত্তান্ত
১. মার্চ থেকে কোর্স শুরু হবে
২. আইআইটি খড়গপুরের খড়গপুর ক্যাম্পাস, কলকাতা, বেঙ্গালুরুতেও পড়ানো হবে।
৩. ছাত্রের সংখ্যা প্রায় ৩০০। থাকবে ১৬ টি বিশেষ মডিউল
৪. আইআইটি কেজপির ফ্যাকাল্টি ছাড়াও বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পড়াবেন। এছাড়া বিভিন্ন সংস্থার বিশষজ্ঞরাও থাকবেন।
৫. বিভিন্ন অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার পর সার্টিফিকেট দেওয়া হবে। এটি অবশ্যই অত্যন্ত সম্মানের। জানালেন প্রতিষ্ঠানের এক অধিকর্তা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এখন আর্টিফিশায়ার ইন্টেলিজেন্স কেন পড়া জরুরি ?
আর্টিফিশায়ার ইন্টেলিজেন্সে ২০২০ সালের মধ্যে ২ লাখ চাকরির সুযোগ তৈরি হবে। এআই পড়া ছেলেমেয়ের চাহিদা খুবই প্রবল। ফলে এই কোর্স করার পর পড়ুয়ারা সহজেই পেশায় আসতে পারবেন। এআই বিদ্যায় দক্ষ ছেলে-মেয়েদের চাহিদাও এতে পূরণ হবে।
গ্রেট লার্নিং অ্যান্ড অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিন এক রিপোর্টে উল্লেখ করেছে, সারা দেশে প্রায় ৪০০০ এআই দক্ষ পেশাদারের পদ খালি রয়েছে। পার্থ প্রতিম চক্রবর্তী জানিয়েছেন, আগামী দিনে এই পেশার আরো কাজের সুযোগ তৈরি হবে।
আর্টিফিশায়াল ইন্টেলিজেন্স হল এক ধরণের বিশেষ কম্পিউটার পাঠ্যক্রম। পেশার উপযোগী করে তোলা এই ধরণের কোর্সের লক্ষ্য। আইআইটি খড়গপুর আগেও পেশার উপযোগী ও সমসাময়িক বিভিন্ন কোর্স চালু করেছে। এই কোর্স আগামী পড়ুয়াদের ক্ষেত্রে ভবিষ্যতের দিশারী হবে বলেই মনে করছেন প্রতিষ্ঠানের আধিকারিকরা।
এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন
var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);