দেড় লক্ষ শূন্যপদে ২.৫ কোটি আবেদন, রেকর্ড গড়ল রেল

নয়াদিল্লি: প্রায় দেড় লক্ষ পদে কর্মী নিয়োগ শেষ করল ভারতীয় রেল৷ আর এই নিয়োগ প্রক্রিয়ায় দেড় লক্ষ কর্মী বাছা হয়েছে প্রায় আড়াই কোটি আবেদন থেকে৷ কর্মী নিয়োগের ক্ষেত্রে এমন রেকর্ড নেই ভারতে৷ মোট শূন্যপদ ছিল এক লক্ষ ২৭ হাজার৷ আর তার জন্য আবেদন ২ কোটি ৪০ লক্ষ৷ চোখ কপালে উঠায় জোগার হলেও এটাই সত্যি৷ ২০১৮

দেড় লক্ষ শূন্যপদে ২.৫ কোটি আবেদন, রেকর্ড গড়ল রেল

নয়াদিল্লি: প্রায় দেড় লক্ষ পদে কর্মী নিয়োগ শেষ করল ভারতীয় রেল৷ আর এই নিয়োগ প্রক্রিয়ায় দেড় লক্ষ কর্মী বাছা হয়েছে প্রায় আড়াই কোটি আবেদন থেকে৷ কর্মী নিয়োগের ক্ষেত্রে এমন রেকর্ড নেই ভারতে৷

মোট শূন্যপদ ছিল এক লক্ষ ২৭ হাজার৷ আর তার জন্য আবেদন ২ কোটি ৪০ লক্ষ৷ চোখ কপালে উঠায় জোগার হলেও এটাই সত্যি৷ ২০১৮ সালে দুটি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে ৬৮ হাজার ৩৭১শূন্যপদ ছিল৷ এর জন্য আবেদন জমা পড়েছিল ৪৭.৪৫ লক্ষ৷ গ্রুপ ডি’র বিভিন্ন পোস্টে শূন্যপদ ছিল ৬৩২০২টি৷ তার মধ্যে আবেদন জমা পড়ে ১.৯ কোটি৷ সব মিলিয়ে আবেদনের সংখ্যা ছিল ২ কোটি ৪০ লক্ষের মতো৷ ভারতীয় রেলের ইতিহাসে এত বড় নিয়োগ এই প্রথম বলেই দাবি করা হয়েছে৷

এই নিয়োগে কম্পিউটার নির্ভর পরীক্ষা সিবিটি হয়৷ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোষ্টের জন্য ২০১৮ সালে ৯ অক্টোবর থেকে ৪ সেপ্টেম্বর চলে পরীক্ষা দেশের ১৬৬ শহরে ৪৪০টি কেন্দ্রে নেওয়া হয় পরীক্ষা৷ পরের ধাপে হয় চলতি বছরের জানুয়ারিতে৷ সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল গ্রুপ ডি পরীক্ষা নেওয়া৷ মোট পরীক্ষার্থী ছিলেন এক কোটি ১৭ লাখ ১৪ হাজার জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + nine =