কলকাতা: এবার গোয়েন্দা বিভাগেও সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করতে চলছে রাজ্য সরকার৷ বিজ্ঞাপ্তি জারি করে রাজ্যের তরফে জানানো হয়েছে, ৫২৮৫ জন সিভিক ভলান্টিয়ারকে গোয়েন্দা বিভাগে কাজে লাগানো হবে৷ প্রশাসনের তরফে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিকে এই নির্দেশ পাঠানো হয়েছে বলে খবর৷
নবান্ন সূত্রে খবর, কোথাও কোনও গোলমালের আশঙ্কা হতে হবে, এমন কোনও খবর পেলে পুলিশকে জানাবেন এই সিভিক ভলান্টিয়াররা৷ কোথাও কোনও অঘটন সম্পর্কে আগাম খবর সংগ্রহ করবে সিভিক ভলান্টিয়ারই৷ যাতে গ্রামে-গঞ্চে, ব্লকে ব্লকে খবর মুহূর্তেই হাতে পায়ে যাবে পুলিশ৷
বাংলায় ক্ষমতায় আসার পর ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সিভিক পুলিশ পদ চালু করেন৷ পরে, পুলিশ শব্দটি বদলে ভলান্টিয়ার রাখা হয়৷ বর্তমানে রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার ১০০ সিভিক ভলান্টিয়ার কাজ করছেন বাংলার সমস্ত থানা এলাকায়৷ এই ১ লক্ষ ২৫ হাজার সিভিক ভলান্টিয়ারের মধ্যে বাছাই করে ৫৩৮৫ জনকে গোয়েন্দা বিভাগে কাজে লাগানো হবে বলে জারি হয়েছে নোটিশ৷