১০ হাজার শিক্ষক নিয়োগে বড় ‘জুমলা’! অন্ধকারে কর্মচ্যুত শিক্ষকের ভবিষ্যৎ

১০ হাজার শিক্ষক নিয়োগে বড় ‘জুমলা’! অন্ধকারে কর্মচ্যুত শিক্ষকের ভবিষ্যৎ

কলকাতা: ফের চর্চায় উঠে এল চাকরি হারানো ত্রিপুরার ১০ হাজার ৩২৩ শিক্ষক প্রসঙ্গ৷ বাম জমানায় নিয়োগ হওয়া এই সমস্ত  প্রাথমিক শিক্ষকদের প্যানেল বাতিল হয়েছে৷ বিজেপি এই শিক্ষকদের নিয়ে নির্বাচনী আশ্বাস দিলেও ঘটেছে উলটপুরান!

অনিয়মের অভিযোগে ত্রিপুরার ১০ হাজার ৩২৩ শিক্ষকের নিয়োগ বাতিল হয়েছে৷ রাতারাতি আশাক ভেঙে পড়েছে ১০ হাজার শিক্ষক পরিবারে৷ কাজ হারানো শিক্ষকদের ভবিষ্যৎ কী হবে? পুরনো কাজের জায়গায় ফেরানোর আর্জি সুপ্রিম কোর্ট নামঞ্জুর করেছে৷গত ৫ আগস্টের রায়ে সুপ্রিম কোর্ট কাজ হারানো শিক্ষকদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দিয়েছে৷ আগামী ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সেই সময়সীমা বাড়িয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত৷

এই সময়ের মধ্যে তাঁরা নতুন করে শিক্ষক পদের পরীক্ষা ও ইন্টারভিউতে বসার জন্য বিশেষ সুযোগ পাবেন৷ তাঁরা যোগ্য নির্বাচিত হবেন না প্রয়োজনে অশিক্ষক পদে নিয়োগের সুযোগ দিতে পারবে ত্রিপুরা সরকার৷ আদালত সুযোগ দিলেও নির্বাচনে প্রতিশ্রুতি উড়িয়ে ত্রিপুরা সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কাজ হারানো শিক্ষকদের ১০০ শতাংশের কাজ দেওয়ার বিষয়ে কোনও গ্যারান্টি দেওয়া যাবে না৷ ফলে নতুন করে ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে ১০ হাজার ৩২৩ কাজ হারানো শিক্ষক পরিবার৷

সুপ্রিম কোর্টের নির্দেশের পর কোনও পদক্ষেপ নিচ্ছে না ত্রিপুরার বিজেপি সরকার, অভিযোগ কাজ হারানো শিক্ষকদের৷ অথচ বাম সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, কাজ হারানো শিক্ষকদের নতুন করে কাজের ব্যবস্থা করে দেওয়া৷ক্ষমতায় আসার পর শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষকদের পুনর্নিয়োগ করতে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷

যদিও বিপ্লব দেবের সরকারের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সংবাদমাধ্যমে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ উপদেষ্টা ও বিশেষজ্ঞদের নিয়ে খতিয়ে দেখা হবে৷ তবে রায়ের সব কিছু স্পষ্ট না হওয়া পর্যন্ত তড়িঘড়ি কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ মানিক সরকারের আমলে শিক্ষকের নিয়োগে গরমিলের অভিযোগে প্যানেল বাতিল হয়৷ এখন সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে পাল্টা বিজেপি সরকারের উপর চাপ বাড়াচ্ছে ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিএম৷ বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘জুমলা’ বলছে সিপিএম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =