৭ লক্ষ শূন্যপদে কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি, নিয়োগ কবে?

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রক ও তার আওতায় থাকা একাধিক দপ্তরে ফাঁকা পড়ে রয়েছে প্রায় ৭ লক্ষ শূন্যপদ৷ রেকর্ড পরিমাণ শূন্যপদ রয়েছে রেলে৷ লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রকওয়াড়ি শূন্যপদের তথ্য পেশকেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ারের৷ কেন দপ্তরে কত শূন্যপদ রয়েছে? মন্ত্রীর দেওয়া তথ্য বলছে, সারা দেশে সরকারি ক্ষেত্রে মোট অনুমোদিত পদের সংখ্যা ৩৮ লক্ষ ২ হাজার ৭৭৯টি। অনুমোদিত ৩১ লক্ষ

৭ লক্ষ শূন্যপদে কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি, নিয়োগ কবে?

নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রক ও তার আওতায় থাকা একাধিক দপ্তরে ফাঁকা পড়ে রয়েছে প্রায় ৭ লক্ষ শূন্যপদ৷ রেকর্ড পরিমাণ শূন্যপদ রয়েছে রেলে৷ লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রকওয়াড়ি শূন্যপদের তথ্য পেশকেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ারের৷ কেন দপ্তরে কত শূন্যপদ রয়েছে?

মন্ত্রীর দেওয়া তথ্য বলছে, সারা দেশে সরকারি ক্ষেত্রে মোট অনুমোদিত পদের সংখ্যা ৩৮ লক্ষ ২ হাজার ৭৭৯টি। অনুমোদিত ৩১ লক্ষ ১৮ হাজার ৯৫৬টি পদে সরকারি কর্মী রয়েছেন৷ এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা মোট ৬ লক্ষ ৮৩ হাজার ৮২৩টি৷ শুধুমাত্র রেলে শূন্যপদের ২ লক্ষ ৫৯ হাজার ৩৬৯টি৷ রেলে মোট অনুমোদিত পদের সংখ্যা ১৫ লক্ষ ৭ হাজার ৬৯৪টি৷ কর্মী রয়েছেন মোট ১২ লক্ষ ৪৮ হাজার ৩২৫টি পদে৷ এর পর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ মোট ১০ লক্ষ ২০ হাজার ৬৩১টি পদের মধ্যে ৭২ হাজার ৩৬৫টি শূন্যপদ রয়েছে৷ প্রতিরক্ষা মন্ত্রকে শূন্যপদের সংখ্যা মোট ১ লক্ষ ৮৭ হাজার ৫৪টি৷ শ্রমমন্ত্রকে শূন্যপদের সংখ্যা ২ হাজার ২৬৬টি৷ ২০১৮ সালের ১ মার্চ পর্যন্ত ডিপার্টমেন্ট অব এক্সপেন্ডিচার থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তিতেই এই শূন্যপদের এই বিস্তারিত খতিয়ান পেশ করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী৷

সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছেন, ‘‘শূন্যপদ তৈরি হলেই তা সঙ্গে সঙ্গে এসএসসি ও ইউপিএসসির মতো নিয়োগকারী সংস্থাকে জানিয়ে দেওয়া হয়৷ কিছু ক্ষেত্রে এই নিয়োগে সত্যিই দেরি হচ্ছে৷ তবে এর জন্য সম্ভবত আইনি জটিলতাই দায়ী৷’’ মন্ত্রীর আশ্বাস, ধাপে ধাপে এই শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 5 =