সেনাবাহিনীতে ছাঁটাই হবে ১ লাখ: সূত্র

নয়াদিল্লি : সেনাবাহিনীতে কর্মীর সংখ্যা অন্তত ১ লাখ কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সেনা অফিসারের সংখ্যাও কমানো হবে ৪৫০০। যেভাবে দ্রুত সেনাবাহিনীতে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ছে, তাতে এত লোকবলের আর প্রয়োজন নেই বেশিরভাগ দেশেই। ফলে ছাঁটাই হচ্ছে সেনাকর্মীর সংখ্যায়। ২০১৪ সালে চিনও তাদের সেনার সংখ্যা ৩ লাখ কমিয়েছে। গত বছর ভারতের সেনা অফিসারের সংখ্যা ছিল ৪২

সেনাবাহিনীতে ছাঁটাই হবে ১ লাখ: সূত্র

নয়াদিল্লি : সেনাবাহিনীতে কর্মীর সংখ্যা অন্তত ১ লাখ কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সেনা অফিসারের সংখ্যাও কমানো হবে ৪৫০০। যেভাবে দ্রুত সেনাবাহিনীতে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ছে, তাতে এত লোকবলের আর প্রয়োজন নেই বেশিরভাগ দেশেই। ফলে ছাঁটাই হচ্ছে সেনাকর্মীর সংখ্যায়। ২০১৪ সালে চিনও তাদের সেনার সংখ্যা ৩ লাখ কমিয়েছে। গত বছর ভারতের সেনা অফিসারের সংখ্যা ছিল ৪২ হাজার ৩৬৫ জন। মোট ৪৯ হাজার ৯৩৩টি পদের অনুমোদন রয়েছে। প্রতিরক্ষামন্ত্রক ছাঁটাই অনুমোদন করলে অফিসারের সর্বোচ্চ সংখ্যা দাঁড়াবে ৪৫ হাজার।

ট্রিবিউন জানাচ্ছে, অনেকে আবার এতে আপত্তি তুলে বলেছে, ছাঁটাই না করে বরং নিয়োগে লাগাম পরানো হোক। একইভাবে জওয়ানের সংখ্যা ৯০ হাজার থেকে ১ লাখ কমানোর কথাও উঠেছে। এখন বেশিরভাগ কাজই যান্ত্রিক হওয়ায় লোকের প্রয়োজন কমছে। পাশাপাশি একঘেয়েমি কাটাতে আরও বেশি লেফটান্যান্ট কর্নেলকে কর্নেল পদে উন্নীত করার কথাও ভাবা হচ্ছে। ব্রিগেডিয়ারের পদ কমানোর কথাও বিবেচনায় রাখা হয়েছে। তাছাড়া, ইন্ডিয়ান মিলিটারি আকাদেমির বদলে শুধুমাত্র ন্যাশনাল ডিফেন্স আকাদেমি থেকেই অফিসারদের নিয়োগ করা, শর্ট সার্ভিসে নিয়োগ বাড়ানোর মতো কিছু পদক্ষেপও নেওয়া হতে পারে। লোকছাঁটাইয়ে ৭ হাজার কোটি টাকা বাঁচবে বলে ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 7 =