ওয়াকফ সংশোধনী আইন, একাধিক মামলায় সুপ্রিম শুনানি ১৬ এপ্রিল

নয়াদিল্লি: বহু বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল কিছুদিন আগে সংসদের উভয় কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। গত মঙ্গলবার থেকে দেশ জুড়ে সেটি কার্যকর হয়েছে। এই…

waqf amendment bill supreme court

নয়াদিল্লি: বহু বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল কিছুদিন আগে সংসদের উভয় কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। গত মঙ্গলবার থেকে দেশ জুড়ে সেটি কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে আইনটির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলা দায়ের রয়েছে। আর ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত সেই সমস্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে আগামী ১৬ এপ্রিল। (waqf amendment bill supreme court)

ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা waqf amendment bill supreme court

কংগ্রেস, মিম, আরজেডি’র পাশাপাশি একাধিক মুসলিম সংগঠনের তরফে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আইনটি বাতিল করার আবেদন জানিয়েছে তারা। ১৬ এপ্রিল মামলাগুলি একত্রিত করে শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে। সেই মামলাগুলিতে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট যাতে একতরফা কোনও নির্দেশ না দিতে পারে, তার জন্য সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্র।

ধর্মাচারণে বাধা দেওয়া হচ্ছে না waqf amendment bill supreme court

বিরোধীদের দাবি এই আইনের ফলে সমাজে ভেদাভেদ বাড়বে। অন্যদিকে কেন্দ্রের দাবি এই আইন এনে কারও ধর্মাচারণে বাধা দেওয়া হচ্ছে না। কারও জমি বা সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য এই আইন আনা হয়নি। এই নতুন আইনে দরিদ্র, পিছিয়ে পড়া মুসলিমরা উপকৃত হবেন। একই কথা বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। তবে তাৎপর্যপূর্ণ ভাবে একাধিক মুসলিম সংগঠন আইনটিকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছে এই আইনের সাহায্যে পিছিয়ে পড়া মুসলিম সমাজের মানুষ উপকৃত হবেন। যদিও মুসলিম সমাজের সিংহভাগ এই আইনের বিরোধিতা করে রাস্তায় নেমে আন্দোলন করছেন। এই অবস্থায় সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে কী পর্যবেক্ষণ শোনায় সেটাই দেখার।

India: The controversial Waqf Amendment Bill, now law, faces legal challenges in the Supreme Court. Multiple petitions seek its repeal, with hearings set for April 16. A crucial verdict on constitutional validity awaits. Stay updated on legal developments.