Udhampur Encounter Jawan Martyred
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলার ঠিক দু’দিন পর ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার বাসন্তগড় অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে শহিদ হলেন এক সেনা জওয়ান। শহিদের নাম হাবিলদার ঝাঁটু আলি শেখ, তিনি ৬ প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। (Udhampur Encounter Jawan Martyred)
যৌথ অভিযান বাসন্তগড়ে
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, “বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযান শুরু করা হয় বাসন্তগড়ে। তল্লাশির সময় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাধে এবং প্রথম গুলির লড়াইয়ে গুরুতর জখম হন এক জওয়ান। সমস্ত চিকিৎসা পরিষেবা দেওয়া সত্ত্বেও তিনি শহিদ হন।”
এই অভিযান এখনও চলছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। উধমপুরের বাসন্তগড় এলাকা গ্রীষ্মকালে পশুচারণকারী যাযাবরদের থাকার জায়গা হিসাবে পরিচিত, ফলে অভিযান আরও জটিল হয়ে উঠেছে।
উরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই Udhampur Encounter Jawan Martyred
এর আগে বুধবার, কাশ্মীরের উত্তরাঞ্চলের উরিতে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হয় দু’জন জঙ্গি। সেনা জানিয়েছে, বুধবার ভোরে বারামুল্লার উরি সেক্টরে একটি স্রোতধারার মাধ্যমে উপত্যকায় অনুপ্রবেশের চেষ্টা করে একদল জঙ্গি। সেনার নজরে পড়তেই গুলি চালায় জঙ্গিরা, জবাবে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী এবং সেই সংঘর্ষেই দুই জঙ্গি খতম হয়।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা
উল্লেখ্য, মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে চালানো জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানঘেঁষা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা The Resistance Front (TRF)।
পাশাপাশি, ভারত ইতিমধ্যেই একাধিক কূটনৈতিক ও কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। পরিস্থিতির নজরে রেখে জম্মু-কাশ্মীর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
India: Another loss for Indian Army in Kashmir. Jawan martyred in Udhampur encounter with terrorists. Follows Pahalgam attack. Security operations ongoing.