Pak Army Chief
করাচি: অনাবাসী পাকিস্তানিদের একটি অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক মন্তব্য পাক সেনাপ্রধান আসিম মুনিরের। দেশভাগের প্রায় ৭৫ বছর পর পাক সেনাপ্রধানের গলায় উঠে এল ‘টু নেশন থিওরি’। বিতর্ক উস্কে অনাবাসী পাকিস্তানিদের উদ্দেশ্যে পাক সেনাপ্রধানের বক্তব্য, “হিন্দুদের থেকে সর্বক্ষেত্রেই আলাদা আমরা। সেখান থেকে উঠে এসেছিল দুই দেশের তত্ত্ব। সেই তত্ত্বের উপর ভিত্তি করেই বিশ্বাস করি আমরা ( ভারত ও পাকিস্তান) ভিন্ন দুটি দেশ, এক নই।”
Asim Munir
দুই দেশ তত্ত্ব বা ‘টু নেশন থিওরি’ উস্কে দিয়ে এদিন পাক সেনাপ্রধান বলেন, “আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন হিন্দুদের থেকে আমরা সম্পূর্ণ আলাদা। আমাদের ধর্ম আলাদা, রীতিনীতি-সংস্কৃতি আলাদা। জীবনের লক্ষ্য এমনকি চিন্তা-ভাবনাও আলাদা। সেখান থেকেই উঠে আসে ‘টু নেশন থিওরি’। সেই লক্ষ্যে অনেক আত্মত্যাগ করেছেন আমাদের পূর্বপুরুষেরা। সেই কথা ভুলে যাবেন না আপনারা। পাকিস্তানের জন্ম ইতিহাস যেন না ভোলে আমাদের ভবিষ্যত প্রজন্ম।”
Pak Army Chief Asim Munir
এদিনের অনুষ্ঠানে পাক সেনাপ্রধান আরও বলেন, অনেকেই হয়ত ভাবেন সন্ত্রাসবাদীদের ভয়ে বিনিয়োগ আসবে না পাকিস্তানে। জেনারেল মুনিরের কথায়, “আপনাদের কি মনে হয় সন্ত্রাসবাদীরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে? সর্বশক্তি দিয়েও ১৩ লক্ষ ভারতীয় সেনা আমাদের আটকাতে পারেনি, সেখানে জঙ্গিদের সাধ্য নেই পাকিস্তানকে আটকায়।”
Kashmir, Balochistan
এদিনের সভায় পাক সেনাপ্রধানের বক্তৃতায় উঠে আসে বালোচিস্তান প্রসঙ্গও। হুঁশিয়ারির সুরে জেনারেল মুনির বলেন, “পাকিস্তানের গর্ব বালোচিস্তান। কোনও মতেই বালোচিস্তানকে আলাদা করতে পারবে না কেউ। ১০ প্রজন্ম ধরে চেষ্টা করলেও বালোচিস্তান আলাদা হবে না। কড়া হাতে জঙ্গিদের দমন করবে পাকিস্তান।” পাশাপাশি কাশ্মীর প্রসঙ্গ উত্থাপিত করে পাক সেনাপ্রধান বলেন, আমরা কাশ্মীরী ভাইদের আত্মত্যাগ ও পরিশ্রম ব্যর্থ হতে দেব না।
মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলল কেশরী ২, কত টাকা আয় জানেন?
Zaheer Khan: ভিনধর্মে বিয়ে! জাহির খানের হাতে কন্যাকে তুলে দেওয়া নিয়ে কী বলেছিলেন বাবা-মা?
Mahindra Thar XUV: নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে Mahindra XUV700 ও Thar
চাকরি বাতিল মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় নির্দশWBJEE 2025: অ্যাডমিট কার্ড প্রকাশ আজ, জানুন কীভাবে ডাউনলোড করবেন