তিরুপতি: তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD)-এর গোশালায় গরু মৃত্যুর অভিযোগ ঘিরে রাজনীতির পারদ চড়ল তেলেঙ্গানার তিরুপতিতে। গোশালায় শতাধিক গরুর মৃত্যু নিয়ে মুখ খোলার জেরে এবার আইনি বিপাকে প্রাক্তন TTD চেয়ারম্যান এবং YSR কংগ্রেস নেতা বি. করুণাকর রেড্ডি। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
গোশালার প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ Karunakar Reddy cow death controversy
TTD বোর্ড সদস্য ভানুপ্রকাশ রেড্ডির অভিযোগে দাবি করা হয়েছে, করুণাকর রেড্ডি মিথ্যা তথ্য ছড়িয়েছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোশালার প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তাঁর বক্তব্য, “এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।”
অভিযোগ জানানো মাত্রই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। তিরুপতির পুলিশ সুপার হর্ষবর্ধন রাজুর কাছে FIR দায়ের হওয়ার পর করুণাকর রেড্ডির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ Karunakar Reddy cow death controversy
এরই মধ্যে ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে YSR কংগ্রেস। বৃহস্পতিবার তিরুপতিতে TTD গোশালায় ঢোকার অনুমতি না পেয়ে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান করুণাকর রেড্ডি নিজে। সঙ্গে ছিলেন তিরুপতি লোকসভা কেন্দ্রের সাংসদ এম. গুরুমূর্তি এবং অন্যান্য নেতারা। YSRCP অভিযোগ করেছে, গোশালায় অব্যবস্থাপনার প্রমাণ লোপাট করতেই তাঁদের প্রবেশে বাধা দিয়েছে প্রশাসন।
রাজনৈতিক স্টান্ট Karunakar Reddy cow death controversy
শাসক দল TDP অবশ্য এই অভিযোগকে রাজনৈতিক স্টান্ট বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে, “গরু রক্ষার নামে জনমানসে বিভ্রান্তি ছড়াতে চাইছে YSR কংগ্রেস।”
TTD গোশালা কর্তৃপক্ষ বা প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি না এলেও, গোটা ঘটনায় তিরুপতিতে ছড়িয়েছে রাজনৈতিক চাপানউতোর।
India: Former TTD chairman Karunakar Reddy has been booked for making false claims about cow deaths at the SV Goshala in Tirupati. YSRCP leaders protest entry denial, alleging TDP is covering up mismanagement. Police register FIR under BNS sections.