Cryptocurrency Regulations: ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে ঠিক কী বলল সুপ্রিম কোর্ট?

নয়াদিল্লি: ভারতে ক্রিপ্টোকারেন্সির জন্য আলাদা নিয়ন্ত্রণ নীতিমালা তৈরির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিল, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সরকারের কাজ, আদালতের নয়।…

Cryptocurrency regulation India

নয়াদিল্লি: ভারতে ক্রিপ্টোকারেন্সির জন্য আলাদা নিয়ন্ত্রণ নীতিমালা তৈরির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিল, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সরকারের কাজ, আদালতের নয়।

বুধবার বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাশিহ-র ডিভিশন বেঞ্চ শুনানিতে বলেন, “এটি নীতিনির্ধারকদের বিষয়। আদালত কীভাবে এই বিষয়ে নির্দেশ দিতে পারে? আইন তৈরি করা আদালতের কাজ নয়।” পাশাপাশি, আদালত আবেদনকারীদের কেন্দ্রীয় সরকারের কাছে যাওয়ার পরামর্শ দেন।

আবেদনে কী বলা হয়েছিল? Cryptocurrency regulation India

আবেদনকারীদের তরফে জানানো হয়, ভারতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রতিনিয়ত প্রতারণার ঘটনা ঘটছে। বহু মানুষ তাদের জমানো টাকা হারাচ্ছেন বিভিন্ন ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি স্ক্যামে। কিন্তু এই খাতে কোনও স্পষ্ট আইন বা নিয়ন্ত্রণ কাঠামো না থাকায় পুলিশের কাছেও অনেক সময় অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

তাঁরা আদালতের কাছে প্রার্থনা করেন, যেন কেন্দ্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি শক্তিশালী ও কার্যকর নিয়ন্ত্রণ নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হয়।

কেন্দ্রীয় সরকারের অবস্থান কী? Cryptocurrency regulation India

২০২৪ সালের জানুয়ারিতে কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানায়, এখনো তারা ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কোনও নির্দিষ্ট আইন বা নিয়ন্ত্রণ কাঠামো গঠনের সিদ্ধান্ত নেয়নি। সেই সঙ্গে, এই ধরনের আর্থিক প্রতারণার তদন্ত কীভাবে হবে, সে সম্পর্কেও কোনও আলাদা প্রক্রিয়া এখনও স্থির করা হয়নি।

এই অবস্থাতেই আবেদনকারীরা ফের আদালতের শরণাপন্ন হন। কিন্তু এদিন আদালত স্পষ্ট করে দেয়, এই ধরনের বিষয় আদালতের নয়, সরকারের বিবেচনার অধীন।

সুপ্রিম কোর্টের বার্তা স্পষ্ট Cryptocurrency regulation India

আদালতের মত অনুযায়ী, কোনও কিছু নিয়ন্ত্রণে আনার জন্য আইন তৈরি বা নীতিমালা তৈরি করা আদালতের কাজ নয়। বরং এটা সরকারের—বিশেষত আইনসভা এবং প্রশাসনের দায়িত্ব। তাই আদালত আবেদন খারিজ করে কেন্দ্রকে বিষয়টি বিবেচনার জন্য আবেদনকারীদের সেখানে যাওয়ার কথা বলে।

 India: Supreme Court of India rejects plea seeking a regulatory framework for cryptocurrency, stating the decision lies with policymakers. The Court urges petitioners to approach the government for creating effective regulatory measures.