রণক্ষেত্র বন্দিপোরা! সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে খতম লস্কর কমান্ডার লালি

bandipora encounter today শ্রীনগর: কাশ্মীর উপত্যকায় আবারও উত্তেজনা। শুক্রবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা জেলার কুলনার বাজিপোরা এলাকায় শুরু হয়েছে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর…

bandipora encounter today

bandipora encounter today


শ্রীনগর:
কাশ্মীর উপত্যকায় আবারও উত্তেজনা। শুক্রবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা জেলার কুলনার বাজিপোরা এলাকায় শুরু হয়েছে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গুলির লড়াই৷ গোয়েন্দা সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করলে গুলির বিনিময় শুরু হয়।
এদিন সকালে লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাও। সেই সময়ই এনকাউন্টারে মৃত্যু হয় লস্কর-ই-তৈবার কমান্ডার আলতাফ লালির। জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক এটিকে বাহিনীর বড় সাফল্য হিসাবেই দেখছেন। পুরো এলাকা ঘিরে রেখে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

পহেলগাঁও হামলার রেশ?

এই ঘটনার সঙ্গে সম্প্রতি অনন্তনাগ জেলার পহেলগাঁও এলাকায় ঘটে যাওয়া জঙ্গি হামলার যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়। গত মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে জঙ্গি নেটওয়ার্কগুলি গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে।

অভিযানের পেছনে কৌশলগত পরিকল্পনা bandipora encounter today

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অভিযান শুধুই প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘমেয়াদি কৌশলের অংশ, যার লক্ষ্য উপত্যকায় সক্রিয় জঙ্গি সংগঠনগুলির ওপর চাপ সৃষ্টি করা। নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যবস্তু নির্ধারণ করছে এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে।

উপত্যকায় বর্তমান পরিস্থিতি

২০২৫ সালের শুরু থেকেই কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপের সংখ্যা কিছুটা বেড়েছে। বিশেষ করে পর্যটন মরশুম ঘিরে জঙ্গিদের সক্রিয়তা বাড়ার আশঙ্কা ছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টায় থাকা জঙ্গি সংগঠনগুলিকে রুখতেই এই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।

বন্দিপোরা অভিযান এই মুহূর্তে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। সংঘর্ষ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত চিত্র স্পষ্ট নয়। তবে, গোটা অঞ্চল জুড়ে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

India: Intense gunfight underway between security forces and militants in Bajipora area of Bandipora district, Kashmir. Joint operation launched after intelligence reports of militant presence. No casualties reported yet. Search operation ongoing.