পহেলগাঁও কাণ্ডের পরই পাকিস্তানি যুদ্ধবিমানের ওড়ান! আতঙ্ক না কৌশল?

শ্রীনগর: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর এখনও থমথমে পরিস্থিতি। মঙ্গলবার দুপুরে বইসরান উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন।…

aftermath of pahalgam terror attack

শ্রীনগর: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর এখনও থমথমে পরিস্থিতি। মঙ্গলবার দুপুরে বইসরান উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন। তার মধ্যে রয়েছেন দুই বিদেশি পর্যটকও। এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা TRF, যা লস্কর-ই-তইবার ছায়া সংগঠন হিসেবে পরিচিত।

এই রক্তক্ষয়ী ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তান বিমান বাহিনীর (PAF) বেশ কয়েকটি বিমানের গতিবিধি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। বিশেষ করে করাচি থেকে রাওয়ালপিন্ডি এবং লাহোরের দিকে রওনা হওয়া কয়েকটি বিমানের বিষয়টি ঘিরে প্রশ্ন উঠছে—কাশ্মীর সীমান্ত ঘেঁষে কি তবে পাক সেনার সক্রিয়তা বাড়ছে?

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটের তথ্য ঘিরে বিতর্ক aftermath of pahalgam terror attack

বিশ্বব্যাপী উড়ান নজরদারি সাইট Flightradar24-এ দেখা যাচ্ছে, সম্প্রতি দুটি পাক সামরিক বিমান উড়েছে উত্তরের দিকে:

PAF198: একটি Lockheed C-130E Hercules পরিবহণ বিমান

PAF101: একটি Embraer Phenom 100 হালকা জেট, সাধারণত VIP যাতায়াত অথবা গুপ্তচর সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়

এই দুটি বিমান করাচির সাউদার্ন এয়ার কমান্ড থেকে উড়ে গিয়েছে উত্তর পাকিস্তানের ঘাঁটি রাওয়ালপিন্ডি ও লাহোরের দিকে। রাওয়ালপিন্ডিতেই রয়েছে PAF-এর গুরুত্বপূর্ণ ঘাঁটি ‘নূর খান বেস’। তবে এই সমস্ত তথ্য এখনও অবধি একান্তই অনানুষ্ঠানিক, কোনও সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিতকরণ মেলেনি।

পুলওয়ামার পরিণতি মনে করাচ্ছে কি? aftermath of pahalgam terror attack

এই ধরনের গোপন উড়ান কার্যকলাপ ঘিরে অনেকেই মনে করছেন, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতের বালাকোট বিমান হামলার মতো কোনও পাল্টা পদক্ষেপ কি পরিকল্পনা করছে ভারত? অথবা সীমান্তে উত্তেজনার পারদ উঠতে শুরু করেছে কি?

সেনা বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। তবে উত্তর ও পশ্চিম সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার মাত্রা অনেকটাই বাড়ানো হয়েছে, বলেই ইঙ্গিত মিলেছে প্রতিরক্ষা সূত্রে।

জম্মু-কাশ্মীরের জনসংখ্যা বদলের অভিযোগ TRF-এর

TRF-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “জম্মু ও কাশ্মীরে বহিরাগতদের ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কেন্দ্র সরকার এই অঞ্চলের জনসংখ্যার চরিত্র বদলে দিতে চাইছে।” এর প্রতিবাদ হিসেবেই এই হামলা বলে দাবি করেছে TRF।

বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযোগ নতুন নয়। তবে, এই ‘ডেমোগ্রাফিক বদল’-এর অভিযোগের আড়ালে ভারত-বিরোধী জঙ্গি কার্যকলাপকে বৈধতা দেওয়ার কৌশল রয়েছে।

একদিকে পহেলগাঁও হামলার রক্তাক্ত ক্ষত এখনো শুকায়নি, অন্যদিকে সীমান্তের ওপারে পাকিস্তানি ঘাঁটিতে বিমান গতিবিধির এমন জল্পনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। সরকারিভাবে নিশ্চিত না হলেও, গোয়েন্দা ও প্রতিরক্ষা মহলে সতর্ক দৃষ্টিতে নজর রাখা হচ্ছে সমস্ত গতিবিধির উপরেই। উত্তর সীমান্তে আবারও যেন জমতে শুরু করেছে যুদ্ধের ঘনঘটা।

India: Major breakthrough in Pahalgam terror attack probe. TRF/Lashkar linked terrorists identified: Asif Fuji, Suleman Shah, Abu Talha. Pakistan-based commander Saifullah Kasuri key suspect.