কলকাতা: লাফিয়ে বাড়ছে দূষণ৷ বাতাসে মিশেছে বিষ৷ শীতের আগে বায়ু দূষণ নিয়ে জেরবার গোটা দেশ৷ আর তার জেরে বাড়ছে শ্বাসকষ্ট৷ নানান সমস্যা৷ সংকটে দেশের ভবিষ্যৎ প্রজন্ম৷ কিন্তু তারপরেও হুশ ফিরছে না সরকারের৷ কেন্দ্র ও রাজ্য সরকারের ঘুম ভাঙাতে বায়ু দূষণের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট৷ আর সেই রিপোর্টে বিশ্বের সব থেকে দূষিত শহরের তালিকায় এবার উজ্জ্বল উপস্থিতি শহর কলকাতার৷
তিলোত্তমা কলকাতা৷ তাকে ঘিরে কত না গল্প-উপন্যাস৷ পাওয়া না-পাওয়ার যন্ত্রণা, কষ্ট, কান্না, প্রতিবাদ, বিদ্রোহ দেখে গঙ্গাপারের তিলোত্তমা৷ বাংলার রাজধানী৷ কিন্তু, সেই রাজধানীর হৃদয়ে মিশেছে বিষাক্ত বায়ু৷ চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে পঞ্চম স্থানে উঠে এসেছে কলকাতা৷
রিপোর্টে জানানো হয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে দেষের রাজধানী দিল্লি৷ সেই তালিকার প্রথম দশে মধ্যেই রয়েছে দেশের তিনটি গুরুত্ব শহর৷ গত ৯ দিন ধরে বাতাসের গুণমান পরীক্ষা করে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷ পরীক্ষার পর দেখা গিয়েছে, দিল্লিতে বাতাসের গুণমান দাঁড়িয়েছে ৫২৭ সূচকে৷ দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর৷ তৃতীয় স্থানে রয়েছে তাশখন্দ৷ চতুর্থ স্থানে রয়েছে কারাচি৷ পঞ্চম স্থানে রয়েছে কলকাতা৷ শহর কলকাতায় বাতাসের গুণমান দাঁড়িয়েছে ১৬১ সূচকে৷ ষষ্ঠ স্থানে রয়েচে চেঙ্গদু৷ হানয় রয়েছে সপ্তম স্থানে৷ গুয়াংঝো রয়েছে অষ্টমে৷ নবমে রয়েছে মুম্বই৷ দশমে রয়েছে কাঠমন্ডু৷ ক্রমেই যেন ভারত গ্যাস চেম্বারে পরিণত, তা কার্যত প্রথমিক ইঙ্গিত দিয়ে রাখল এই রিপোর্ট৷