নয়াদিল্লি: কিছুতেই পিছু ছাড়ছে না করোনা৷ সুস্থ হয়ে উঠলেও নতুন করে বাড়ছে করোনা অস্বস্তি৷ নতুন করে আক্রান্তদের থেকে ফের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এমনই আশঙ্কার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
তথ্য পরিসংখ্যান দিয়ে জানানো হয়েছে, করোনা আক্রান্ত কোনও রোগী সুস্থ হয়ে উঠলেও দ্বিতীয়বার ওই রোগ প্রভাব বাড়াচ্ছে৷ ফলে, দ্বিতীয়বার আক্রান্ত হওয়া রুখতে স্বাস্থ্যবিধি মেনে জরুরি৷ বাড়তে গৃহবন্দি থাকাও পরামর্শ দেওয়া হচ্ছে৷
ইতিমধ্যেই মারণ করোনার তাণ্ডবে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ এখনও পর্যন্ত ২ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন৷ আক্রান্ত ২৯ লক্ষ ৪০ হাজারে৷ মাত্র ১৬ দিনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷
সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় ও ডেটা ড্রিভেন ইনোভেশন ল্যাবের গবেষকরা জানিয়েছেন, গোটা বিশ্ব থেকে করোনা সম্পূর্ণ বিদায় নিতে বছর শেষ হয়ে যাবে৷ কিছু না হলেও ডিসেম্বর মাস কেটে যেতে পারে৷ তবে, করোনার প্রকোপ কমতে শুরু করবে আগামী মে মাসের শুরু থেকেই৷ গবেষণা বলছে, পৃথিবীর ৯৭ শতাংশ দেশ থেকে করোনা তাণ্ডব শেষ হতে পারে আগামী জুন-জুলাই মাস নাগাদ৷ ভারতে ৯৭ শতাংশ করোনা প্রকোপ কেটে যেতে পারে মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে৷ ভারতে জুলাই মাস নাগাদ সম্পূর্ণ করোনমুক্তি ঘটতে পারে বলেও আশার বাণী শুনিয়েছেন গবেষকরা৷ স্পষ্টভাবে বলতে গেলে জুলাই মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহের করোনা ভারত থেকে বিদায় নিতে পারে বলে গবেষকরা মনে করছেন৷