রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করতে সক্ষম! আতঙ্কের নয়া নাম 'পাইরোলা'

টোকিও: করোনা মহামারির পর থেকে ভাইরাস নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বহুগুণ বেড়ে গিয়েছে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে একাধিক গবেষক, বিজ্ঞানীরা নতুন নতুন অনেক ভাইরাস সম্পর্কে সচেতন করেছেন। বলা হয়েছে, করোনাই শেষ মহামারি নয়। আর বহু ভাইরাস নিয়ে যে বর্তমানে গবেষণা চলছে তাও সকলের জানা। এই আবহেই চিন্তা বাড়ালেন জাপানের কয়েকজন গবেষক। তারা করোনার নতুন এক রূপ নিয়ে গবেষণা করছেন।
সম্প্রতি ল্যানসেট জার্নালে প্রকাশ পাওয়া এক রিপোর্টে কোভিডের নয়া রূপ ‘পাইরোলা’ বা বিএ.২.৮৬ নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এই প্রজাতি নিয়ে আগেই সতর্ক করেছেন জাপানের বিজ্ঞানীরা। জানানো হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট করে দিতে পারে এই ভাইরাস। শুধু তাই নয়, এখনও পর্যন্ত খোঁজ পাওয়া ভাইরাসগুলির মধ্যে এটিই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সবচেয়ে মারাত্মক বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক এক গবেষণায় দেখা গিয়েছে, আগের ভাইরাসগুলির বিরুদ্ধে যে অ্যান্টিবডি কাজ করত, সেটি এই ভাইরাসের ক্ষেত্রে একদম বিফল। এমনকি তৃতীয় ভ্যাকসিন ডোজ নেওয়া ব্যক্তিদের মধ্যেও অ্যান্টিবডি কাজ করছে না।
জাপানি গবেষণায় আরও জানা গিয়েছে, পাইরোলার স্পাইক প্রোটিনে ইতিমধ্যেই ৩০ বার মিউটেশন ঘটে গিয়েছে। সংক্রমণ ক্ষমতায় এর বেশি বলে অনুমান করা হচ্ছে। তবে মারণ ক্ষমতা নিয়ে এখনও কোনও লাল সঙ্কেত দেয়নি কোনও গবেষণাই। প্রসঙ্গত, চলতি বছরই ভারত সহ আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রজাতি ছড়িয়েছিল। তবে তা সেভাবে প্রভাব ফেলতে পারেনি। কিন্তু আগামী দিনে পরিস্থিতির বদল হতে পারে বলে আশঙ্কা।