কলকাতা: ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ৷ প্রতিদিন তৈরি হচ্ছে নয়া রেকর্ড৷ কোভিড টিকার দুটি ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন প্রচুর মানুষ। তবে চিকিৎসকরা মনে করছেন, অধিকাংশ মানুষেরই টিকার দুটি ডোজ সম্পন্ন হওয়ায় করোনা-স্ফীতির মধ্যেও শারীরিক উপসর্গগুলি গত দু’বারের চেয়ে অনেকটাই কম৷ তবে এত দিন টিকা পেয়েছেন শুধুমাত্র প্রাপ্তবয়স্করা৷ নতুন বছরে সরকারি নির্দেশে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। করোনার সঙ্গে যুঝতে বাড়ির কিশোর-কিশোরীদের সাবধানে রাখার পাশাপাশি তাঁদের সুস্থ রাখতে টিকাকরণ অত্যন্ত জরুরি। তবে প্রাপ্তবয়স্করা টিকা নেওয়ার পর অনেকের শরীরেই টিকা পরবর্তী কিছু উপসর্গ দেখা গিয়েছিল। যদিও তা একেবারেই উদ্বেগজনক নয়। তাই অপ্রাপ্তবয়স্ক সন্তানের টিকাকরণের ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম মাথায় রাখুন৷
আরও পড়ুন- আজ থেকে দেশে শুরু বুস্টার ডোজ, কেন প্রয়োজন বুস্টারের?
১) আপনার সন্তানের যদি অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে তাহলে টিকা দেওয়ানোর আগে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷
২) টিকা নেওয়ার পর সাধারণ কতগুলি উপসর্গ হল হালকা জ্বর আসা, হাতের পেশিতে ব্যথা, গলা শুকিয়ে যাওয়ার মতো বিষয়গুলি। যা থেকে বোঝা যায় শরীরে গিয়ে টিকা কাজ করছে। ফলে টিকা নেওয়ার পর এই উপসর্গগুলি দেখা দিলে সন্তানকে নিয়ে একেবারেই উদ্বিগ্ন হবেন না৷
৩) টিকা দেওয়ার পর সাধারণ দুই দিন হালকা জ্বর-সর্দি-কাশি থাকে। কিন্তু এর বেশি এই উপসর্গগুলি স্থায়ী হলে ফেলে রাখবেন না৷ অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন৷
৪) টিকা নেওয়ার পর জ্বর এলে সঙ্গে সঙ্গে সন্তানকে প্যারাসিটামল দিয়ে দেবেন না৷ শুধু প্যারাসিটামল কেন চিকিৎসকের মতামত না নিয়ে কোনও ওষুধই দেওয়া উচিত নয়৷
৫) টিকা নেওয়ার পর ছেলে-মেয়েকে প্রচুর জল খাওয়ান। জল শরীরের ক্ষতিকারক বর্জ্য বার করে দেয়। শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখে৷
৬) টিকা পরবর্তী উপসর্গগুলি নিয়ন্ত্রণে সন্তানকে পুষ্টিকর খাবার দিন৷ সেই সঙ্গে তারা যাতে পর্যাপ্ত ঘুমায়, সেদিকে খেয়াল রাখুন৷