Aajbikel

নিউমোনিয়া রোধে ভ্যাকসিন বড় হাতিয়ার, বিশেষ নজরে শিশুরাই

 | 
শিশু

কলকাতা: করোনা মহামারির পর থেকেই একাধিক রোগের বাড়বাড়ন্ত তুলনায় অনেকটা বেড়েছে। তাদের মধ্যে অন্যতম হল নিউমোনিয়া। মূলত বয়স্ক এবং বাচ্চাদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। বিগত কিছু বছরে এই রোগের কারণে মৃত্যুর সংখ্যাও বেড়েছে বলে দাবি করেছে চিকিৎসকমহল। তথ্য বলছে, সারা বিশ্বে ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। এখন প্রশ্ন হল, এই রোগকে আটকানো যাবে কী ভাবে। 

গবেষকরা জানাচ্ছেন, নিউমোনিয়া আটকানোর অন্যতম বড় হাতিয়ার ভ্যাকসিন। অন্তত ৪ রকমের ভ্যাকসিন আছে যা সময় মতো শিশুদের দেওয়া হলে এই রোগে মৃত্যু থেকে তো বটেই, রোগের প্রকোপ থেকেও রক্ষা করা যায়। এই ভ্যাকসিনের ডোজগুলি ঠিকঠাক নেওয়া থাকলে অনেক ক্ষেত্রেই নিউমোনিয়া রোধ করা যেতে পারে। 'Haemophilus influenzae type b', Pneumococcal Conjugate, Influenza-এর মতো ভ্যাকসিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে শিশুদের। বেশিরভাগে ক্ষেত্রেই এই ভ্যাকসিন ৬, ১০, ১৪ সপ্তাহে ও তার সঙ্গে একটি বুস্টার ডোজ ১৫ থেকে ১৮ মাসে দেওয়া হয়। তবে বয়স অনুসারে ডোজ আলাদা। 

সবার আগে জেনে নেওয়া উচিত যে বাচ্চাদের নিউমোনিয়া হয়েছে তা বোঝা যাবে কী করে? চিকিৎসকরা জানাচ্ছেন, সর্দি-কাশির পর ঘন ঘন শ্বাস নেওয়া, বুকে ব্যথা হওয়া, চাপ ধরা এই রোগের লক্ষণ। এছাড়া জ্বরের সঙ্গে কাঁপুনিও হতে পারে। যেসব বাচ্চাদের কোনও সহ-অসুস্থতা রয়েছে, তাদের নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বেশি। পাশাপাশি যদি শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়, বমি হয়, বা অসম্ভব শ্বাসকষ্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে।   

Around The Web

Trending News

You May like