কলকাতা: বেসরকারি হাসপাতালের মতো এবার রাজ্যের সরকারি হাসপাতালেও পেয়িং কেবিনে চালুর ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী৷ পেয়িং কেবিন পরিষেবার মাধ্যমে রোগীর থেকে নেওয়া অর্থ হাসপাতাল উন্নয়নে কাজে লাগানো হবে বলেও প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ পেয়িং কেবিনে চিকিৎসা বাবদ নেওয়া অর্থমূলের ২৫ শতাংশ চিকিৎসকদের দেওয়ার কথাও জানিয়েছেন মমতা৷ এবার সেই ঘোষণা অনুযায়ী মধ্যবিত্তদের জন্য সরকারি হাসপাতালে ন্যূনতম ৭৫০ টাকা বেড ভাড়ায় এসি থেকে টিভি, সোফা থেকে অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা করতে চলছে রাজ্য৷
জানা গিয়েছে, জেলায় হাসপাতালে প্রাইভেট ওয়ার্ডে থাকার খরচ হিসাবে দৈনিক ৭৫০ টাকা বেডভাড়ায় গুনতে হবে৷ জেলার মেডিক্যাল কলেজগুলিতে ওই কেবিন ভাড়ার পড়বে দৈনিক এক হাজার টাকা৷ কলকাতার ক্ষেত্রে তা বেড়ে দাঁড়াবে ২০০০ টাকা৷ জানা গিয়েছে, কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজে ৩০০ বর্গফুটের কেবিনে দৈনিক ২৫০০ টাকা ও আরও বড় কেবিনের ক্ষেত্রে প্রতিদিন চার হাজার টাকা গুনতে হবে বেড ভাড়া৷
বিপুল মাত্রায় বেড ভাড়া দেশের পাশাপাশি ওই রোগীকে সমস্ত ধরনের ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম কিনে হবে৷ দিতে হবে সমস্ত ধরনের পরীক্ষার চার্জ৷ ঝাঁ চকচকে পরিবেশের থাকা পেয়িং কেবিনে টিভি, সোফা থেকে অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা৷ স্বাস্থ্যভবন সূত্রে খবর, পিজি হাসপাতালের উডবার্ন ধাঁচে আরামে স্বাস্থ্য পরিষেবা চালু করার বিষয়ে ১৩০ শয্যার জন্য বাজেট অনুমোদন মিলেছে৷