দেশ ভুগছে অবসাদ রোগে, লাফিয়ে বাড়ছে আত্মঘাতীর সংখ্যা

নয়াদিল্লি: প্রতিবছর অন্তত দু’লক্ষ ২০ হাজার মানুষ আত্মঘাতী হন ভারতে৷ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ প্রতিবছর ১০ অক্টোবর ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের উদ্যোগে বিশ্বজুড়ে পালিত হয় মানসিক স্বাস্থ্য দিবস৷ অবসাদ ও আত্মহত্যা মুক্ত পৃথিবী গড়ার জন্য মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা যে গুরুত্বপূর্ণ তা আলোচনায় বারবার উঠে এসেছে৷ এবার মানসিক স্বাস্থ্য

3 stocks recomended

নয়াদিল্লি: প্রতিবছর অন্তত দু’লক্ষ ২০ হাজার মানুষ আত্মঘাতী হন ভারতে৷ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷

প্রতিবছর ১০ অক্টোবর ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের উদ্যোগে বিশ্বজুড়ে পালিত হয় মানসিক স্বাস্থ্য দিবস৷ অবসাদ ও আত্মহত্যা মুক্ত পৃথিবী গড়ার জন্য মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা যে গুরুত্বপূর্ণ তা আলোচনায় বারবার উঠে এসেছে৷ এবার মানসিক স্বাস্থ্য দিবসের থিম ছিল আত্মহত্যা প্রতিরোধ৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(function(){
var param = {
“pk”: “kjn49”,
“aduid”: 523
};
var d=top.document,s=d.createElement(“script”),u=[],p;param.u=d.location.href;param.ref=d.referrer;param.phR=Math.random()+”_”+(new Date).getTime();for(p in param)if(param.hasOwnProperty(p))u.push(p+”=”+encodeURIComponent(param[p]));s.src=”//ic.ph.affinity.com/init.js?”+u.join(“&”);s.type=”text/javascript”;d.getElementsByTagName(“head”)[0].appendChild(s);
})();

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র তথ্য অনুযায়ী, ১৩৫ কোটির ভারতে ৭.৫ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত খারাপ৷ এমন সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় ১০ কোটি৷ সারাদেশে ১০ কোটি মানুষ দুশ্চিন্তা ও অবরোধের মতো সমস্যায় ভুগছে বলে জানানো হয়েছে৷ তার থেকেও খারাপ অবস্থা হল, এই সংখ্যার দ্বিগুনের বেশি বেড়ে চলেছে গত কয়েক বছরে৷

২০২০ সালের মধ্যে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে৷ মানসিক স্বাস্থ্যের অবনতি যে আত্মহত্যা সংখ্যা বাড়াচ্ছে তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ দিনের পর দিন মানসিক স্বাস্থ্যের দিকে নজর না দিয়ে এই অবস্থা এসে দাঁড়িয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + one =