সুস্থতার হার ৯৭%! ভোটের আবহে রাজ্যের করোনা পরিস্থিতি দিচ্ছে সবুজ সংকেত

সুস্থতার হার ৯৭%! ভোটের আবহে রাজ্যের করোনা পরিস্থিতি দিচ্ছে সবুজ সংকেত

কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন বাংলায়। ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে সমস্ত রাজনৈতিক দলের। জায়গায় জায়গায় জনসভা, মিটিং-মিছিল… সেই প্রেক্ষিতে করোনাভাইরাস পরিস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। চিকিৎসক মহলের অনুমান, নির্বাচনী পরিস্থিতিতে সাধারণ মানুষ আরো বেশি অসচেতন হয়ে গিয়েছে এবং তার জন্য ভাইরাস পরিস্থিতি খারাপ হতে পারে। তবে রাজ্যের পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে। ইতিমধ্যেই রাজ্যের সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৭ শতাংশ। সবথেকে স্বস্তির বিষয়, শেষ একদিনে শহরে ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাননি একজনও।

রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ২৫৫ জন, এদের মধ্যে ৭৮ জন কলকাতার। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একই সময়ে সংক্রামিত হয়েছেন ৭২ জন। যদিও রাজ্যের একাধিক জেলা থেকে শেষ একদিনে কোনরকম আক্রান্তের খবর আসেনি, যা অবশ্য ভাবে স্বস্তির বার্তা দিচ্ছে রাজ্যবাসীকে। এদিকে এই একই সময়ে শহর কলকাতায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি কেউ। যদিও উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২ জনের। জানা গিয়েছে এই মুহূর্তে রাজ্যের সুস্থতার হার ৯৭.৬৬ শতাংশ। 

আরও পড়ুন- প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিদ্রোহ তৃণমূলের অন্দরে, কারও চোখে জল

এদিকে দেশজুড়ে ইতিমধ্যেই টিকাকরণ প্রক্রিয়া গত জানুয়ারি মাস থেকে শুরু হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ের টিকাকরণ হয়ে যাওয়ার পর এখন চলছে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ। দেশের করোনাভাইরাস পরিস্থিতি আগের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে এদেরও এখনো পুরোপুরি আশঙ্কা কাটেনি ব্যাপক সংক্রমণের। এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও আরও চারটি রাজ্যের নির্বাচন হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। সেই প্রেক্ষিতেই চিকিৎসক মহল আশঙ্কা করছে যে, সাধারণ মানুষ যদি সচেতন না থাকে না আগের মত তাহলে সংক্রমণ বৃদ্ধি হতেই পারে। এদিকে করোনাভাইরাসের একাধিক নতুন প্রজাতির বাড়বাড়ন্তের কারণে নতুন করে ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়েছে অনেকটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + ten =