নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আশার আলো দেখিয়েছিল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া করোনা ভাইরাস ভ্যাকসিন কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। সম্প্রতি দুটি ভ্যাকসিনের দাম প্রকাশ্যে এসেছিল তারপর থেকে গোটা দেশজুড়ে ক্ষোভের আবহ তৈরি হয়েছিল। কেন্দ্র এবং রাজ্যকে আলাদা দামি কেন ভ্যাকসিন দেওয়া হবে সেই নিয়ে তরজা পৌঁছে গিয়েছিল সুপ্রিম কোর্টেও। অবশেষে সিদ্ধান্ত বদল করলো কর্তৃপক্ষ। কমানো হল ভ্যাকসিনের দাম।
সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, পূর্ব নির্ধারিত ভ্যাকসিনের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে বলা হয়েছিল এই ভ্যাকসিন ৪০০ টাকা প্রতি ডোজে বিক্রি হবে, কিন্তু এখন সেই দাম কমিয়ে ৩০০ করা হয়েছে। তিনি বলছেন, এই সিদ্ধান্তের জন্য রাজ্যের প্রচুর কোটি টাকা খরচ বাঁচবে এবং তা দিয়ে টিকাকরণ আরো বেশি করে সম্ভব হবে এবং মানুষের আরো বেশি করে জীবন বাঁচানো সম্ভব হবে। জানান হয়েছে, যাতে এই ভ্যাকসিন আরও সহজে ও সস্তায় মানুষের কাছে পৌঁছয়, সে জন্যই এই সিদ্ধান্ত। কোভিড ভ্যাকসিনের দাম কমায় স্বস্তিতে সব রাজ্যই।
As a philanthropic gesture on behalf of Serum Institute of India, I hereby reduce the price to the states from Rs.400 to Rs.300 per dose, effective immediately: Adar Poonawalla pic.twitter.com/p8G4jIEKfL
— ANI (@ANI) April 28, 2021
টিকার দাম প্রসঙ্গে সমালোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কেন্দ্রের কেন্দ্রের দিকে আঙুল তুলে বিরোধিতা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে যে টিকার দাম আলাদা হবে কেন। কেন্দ্র এবং রাজ্য আলাদা দামে কেন টিকা পাবে এই নিয়ে এবার কেন্দ্রের জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে আরো বলা হয়েছিল, এখন রাজনীতি করার সময় নয় কারণ এটা জাতীয় বিপর্যয়। আদালত যখন চাইবে তখন হস্তক্ষেপ করবে। সুপ্রিম কোর্টের প্রশ্ন, গোটা দেশে ভিন্ন ভিন্ন দামে মিলছে ভ্যাকসিন৷ ১৫০ টাকায় ভ্যাকসিন পাচ্ছে কেন্দ্র৷ রাজ্য পাচ্ছে ৪০০ টাকায়৷ এই পার্থক্য কেন হবে, তা নিয়েও আদালত প্রশ্ন তোলে৷ এই বিষয়ে কেন্দ্রের জবাব তলবও করেছে শীর্ষ আদালত৷ পাশাপাশি ড্রাগ কন্ট্রোল আইনে কেন দাম কমাতে ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র? জানতে চায় আদালত৷