ক্যানসার গবেষণায় আমেরিকা কাঁপাচ্ছেন বাঙালি কন্যা শর্মিষ্ঠা

আগরতলা: বিশ্ব জয়ের অপেক্ষায় বাঙালি কন্যা৷ আগরতলার মেয়ে শর্মিষ্ঠা দে এখন সুদূর আমেরিকা কাঁপাচ্ছেন৷ আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকে বসে ফুসফুস ক্যানসারের চিকিৎসায় কার্যকর পদ্ধতি আবিষ্কার করে গোটা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছেন তিনি৷ আমেরিকান অ্যাসোসিয়েশন অব ক্যানসার রিসার্চের জার্নালে প্রকাশিত এই আবিষ্কার এখন খতিয়ে দেখা হচ্ছে৷ জানা গিয়েছে, আগরতলার মেয়ে শর্মিষ্ঠা কলকাতার রাজাবাজার সায়েন্স কলেজ থেকে শরীরতত্ত্ব

ক্যানসার গবেষণায় আমেরিকা কাঁপাচ্ছেন বাঙালি কন্যা শর্মিষ্ঠা

আগরতলা: বিশ্ব জয়ের অপেক্ষায় বাঙালি কন্যা৷ আগরতলার মেয়ে শর্মিষ্ঠা দে এখন সুদূর আমেরিকা কাঁপাচ্ছেন৷ আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকে বসে ফুসফুস ক্যানসারের চিকিৎসায় কার্যকর পদ্ধতি আবিষ্কার করে গোটা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছেন তিনি৷ আমেরিকান অ্যাসোসিয়েশন অব ক্যানসার রিসার্চের জার্নালে প্রকাশিত এই আবিষ্কার এখন খতিয়ে দেখা হচ্ছে৷

ক্যানসার গবেষণায় আমেরিকা কাঁপাচ্ছেন বাঙালি কন্যা শর্মিষ্ঠাজানা গিয়েছে, আগরতলার মেয়ে শর্মিষ্ঠা কলকাতার রাজাবাজার সায়েন্স কলেজ থেকে শরীরতত্ত্ব নিয়ে এমএসসি পাশ করেন। এর পর পিএইচডি করেন চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল থেকে। সে সময় থেকে ক্যানসার নিয়ে গবেষণা করার ইচ্ছা জাগে শর্মিষ্ঠার। ইচ্ছা বাস্তবায়িত করতে নির্দিষ্ট বিষয়ের ওপর উন্নত গবেষণার জন্য তিনি চলে যান আমেরিকায়। সেখানে গুহারোর ক্লিভল্যান্ড ক্লিনিকে তাঁর গবেষণাকার্য শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =