লজ্জা! ভারতের দূষণ নিয়ে চূড়ান্ত উদ্বিগ্ন অস্কারজয়ী মার্কিন অভিনেতা

নয়াদিল্লি: ভারতের বায়ুদূষন এখন বিশ্বচর্চার বিষয় উঠেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) দূষণ রিপোর্টে বিশ্বের কুড়িটি দূষিত শহরের মধ্যে দশটিই ভারতের৷ এই মূহূর্তে রাজধানী দিল্লির দূষণের মাত্রা কেন্দ্রের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে৷ এবার ইন্সটাগ্রাম পোস্টে দিল্লির দূষণ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন স্বনামধন্য মার্কিন অস্কারজয়ী অভিনেতা ও পরিবেশবাদী লিওনার্দো ডিক্যাপ্রিও৷ তাঁর পোস্টটিতে একটি বাচ্চা বাবার কাঁধে বসে

লজ্জা! ভারতের দূষণ নিয়ে চূড়ান্ত উদ্বিগ্ন অস্কারজয়ী মার্কিন অভিনেতা

নয়াদিল্লি: ভারতের বায়ুদূষন এখন বিশ্বচর্চার বিষয় উঠেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) দূষণ রিপোর্টে বিশ্বের কুড়িটি দূষিত শহরের মধ্যে দশটিই ভারতের৷ এই মূহূর্তে রাজধানী দিল্লির দূষণের মাত্রা কেন্দ্রের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে৷ এবার ইন্সটাগ্রাম পোস্টে দিল্লির দূষণ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন স্বনামধন্য মার্কিন অস্কারজয়ী অভিনেতা ও পরিবেশবাদী লিওনার্দো ডিক্যাপ্রিও৷ তাঁর পোস্টটিতে একটি বাচ্চা বাবার কাঁধে বসে একটি প্ল্যাকার্ড হাতে যাতে লেখা ছিল, ‘‘আমি আরও ভাল ভবিষ্যত চাই৷’’

দীপাবলির পরেই দিল্লির বায়ুদূষণের মাত্রা সর্বোচ্চ সীমা পার করে৷ পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে একটা সময় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯৯৯-এ পৌঁছে যায়৷ বিশেষ সতর্কতা জারি হয় ৷ তারপর এমাসের শুরুতেই দূষণ রোধের দাবিতে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে জড়ো হয়েছিলেন কয়েকশো দিল্লিবাসী৷ সেইদিনের একটি ছবি পোস্ট করেই ভারতের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন লিওনার্দো৷

তিনি লেখেন, ‘‘শহরগুলির মারাত্মক দূষণের মাত্রা নিয়ে তাতক্ষণিক ব্যবস্থার দাবিতে নিউ দিল্লির ইন্ডিয়াগেটে ১৫০০ জনেরও বেশি নাগরিক জড়ো হয়েছিল৷ ⁣বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভারতে বায়ু দূষণে প্রতিবছর প্রায় দেড় লক্ষ লোক মারা যায়; এই পরিসংখ্যান বায়ু দূষণকে ভারতের পঞ্চম বৃহত্তম ঘাতক করে তোলে৷’’

লজ্জা! ভারতের দূষণ নিয়ে চূড়ান্ত উদ্বিগ্ন অস্কারজয়ী মার্কিন অভিনেতা

তিনি এবিষয়ে এদেশের সরকারি কয়েকটি পদক্ষেপ উল্লেখ করে লিখেছেন- ১.বিক্ষোভের কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী একটি বিশেষ প্যানেল গঠন করেন৷ দু-সপ্তাহের মধ্যে ওই প্যানেল রিপোর্ট জমা করবে বলে জানায়৷

২. ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট রাজ্য সরকারকে এক সপ্তাহের মধ্যে দেহলির ফসল ও বর্জ্য পোড়ানোর বিষয়টিতে নজর দিতে বলে৷

৩.কেন্দ্র স্বীকার করেছে যে গ্রিন ফান্ড বিষাক্ত বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার কাজে ব্যবহার করতে হবে৷

৪. ভারতের প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রককে জরুরিভাবে সরঞ্জাম বিতরণ করতে বলেছিলেন যাতে ফসল পোড়ানোর আর প্রয়োজন না হয়৷

এই প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, বায়ু এখনও নিরাপদ নয়৷ বায়ু দূষণ নিরাপদ পর্যায়ে না আসা পর্যন্ত পরিবেশ কর্মীরা সরকারের ওপর চাপ বজায় রাখবে৷ দিল্লির দূষন রোধে মুখ্যমন্ত্রী পরিবহন ক্ষেত্রে জোড়-বিজোড় পদ্ধতি চালু করেছেন৷ বর্জ্য শস্য পোড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় ও বিকল্প সমাধান খোঁজার চেষ্টা চলছে৷ শহরের দূষণ নিয়ন্ত্রণে রাখতে ওলা এবং গ্লোবাল টেক জায়ান্ট মাইক্রোসফ্টও দিল্লির রিয়েল-টাইম স্ট্রিট এয়ার কোয়ালিটির সূচকটি পরিমাপ করতে একটি যৌথভাবে কাজ শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *