তারাও প্রস্তুত, শুধু অনুমতির অপেক্ষা, অ্যস্ট্রাজেনেকার ফের ট্রায়াল শুরুর সিদ্ধান্তের পর জানাল সেরাম

 

অ্যাস্ট্রাজেনেকার ট্রায়াল বন্ধ রাখার আকস্মিক সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করে পুনাওয়ালার বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলির শৃঙ্খলা একটি স্পষ্ট উদাহরণ,যে কেন প্রক্রিয়াটির বিষয়ে বিরূপ মনোভাব পোষণ করা করা উচিত নয় এবং প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত একে গুরুত্ব দেওয়া উচিত।

নয়াদিল্লি: ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমতি পেলেই তাঁরাও দেশে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল পুনরায় শুরু করবে বলে জানিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। শনিবার অস্ট্রাজেনেকা যুক্তরাজ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল পুনরায় শুরু করার কথা ঘোষণা করার পরেই একথা জানিয়েছে সেরাম। এবিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা বলেছেন, ট্রায়াল পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এবিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া  উচিত নয়।”
 

ব্রিটেনের এক স্বেচ্ছাসেবকের দেহে সন্দেহজনক মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় আপাতত এই ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রাখা হবে বলে মঙ্গলবারই জানিয়েছিল সুইডিশ-ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা।

এরপরেই ড্রাগ কন্ট্রোলার জেনারেলের নির্দেশের ভিত্তিতে ভারতেও এই ভ্যাকসিনের ২য় ও ৩য় পর্যায়ের ট্রায়াল বন্ধ রাখার  সিদ্ধান্ত নিয়েছিল অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে ভারতে এই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

অ্যাস্ট্রাজেনেকার ট্রায়াল বন্ধ রাখার আকস্মিক সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করে পুনাওয়ালা বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলির পর্যায়ক্রম একটি স্পষ্ট উদাহরণ, যে কেন প্রক্রিয়াটির বিষয়ে বিরূপ মনোভাব পোষণ করা করা উচিত নয় এবং প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত একে গুরুত্ব দেওয়া উচিত।

একটিমাত্র বিরূপ প্রতিক্রিয়া দেখে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত সতর্কতামূলক পদক্ষেপ ছিল। কিন্তু এরপরেই  বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিশেষজ্ঞ সৌম্য স্বামীনাথন বলেছিলেন, এই পরিস্থিতি সকলের কাছেই একটি সতর্কতার বার্তা, যে একটি পরীক্ষামূলক কাজে উত্থান-পতন থাকবেই, তাতে গবেষণার কাজে নিরাশ হওয়া উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *