ভারতে বন্ধ হবে না অক্সফোর্ডের করোনা-টিকার ট্রায়াল, জানাল সেরাম ইনস্টিটিউট

 সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত এই ভ্যাকসিনের ট্রায়াল পর্বে এখনও কোনও সমস্যার মুখোমুখি হয়নি তাই তাই এখানে ট্রায়াল অব্যাহত থাকবে।

নয়াদিল্লি:  ভারতে অব্যাহত থাকবে অক্সফোর্ডের করোনা প্রতিষেধক 'কোভিশিল্ড'-এর পরীক্ষামূলক প্রয়োগ৷ জানাল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)। ব্রিটেনের এক স্বেচ্ছাসেবকের দেহে সন্দেহজনক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় আপাতত এই ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রাখা হবে বলে মঙ্গলবার জানিয়েছিলেন সুইডিশ-ব্রিটিশ বায়োটেক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। সংস্থার মুখপাত্র মিশেল মেক্সেল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘মানবদেহে প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ চলাকালীন যদি কেউ অজ্ঞাত কোনও অসুখে আক্রান্ত হয়ে পড়েন, সে ক্ষেত্রে সাধারণত এমন পদক্ষেপই করা হয়। সততার সঙ্গে পরীক্ষা এগিয়ে নিয়ে যেতে বিষয়টি নিয়ে তদন্ত হওয়া উচিত।’’

তবে বুধবার সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত এই ভ্যাকসিনের ট্রায়াল পর্বে এখনও কোনও সমস্যার মুখোমুখি হয়নি। অ্যাস্ট্রাজেনেকা সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বক্তব্য,  ব্রিটেনের ট্রায়ালের বিষয়ে তাঁরা বিশেষ কোনো মন্তব্য করতে পারবেনা, তবে বিষয়টি পুনর্বিবেচনা পর্যন্ত ট্রায়াল বন্ধ রাখা হয়েছে এবং তারা শীঘ্রই তা পুনরায় শুরু করবে বলে আশা করা হচ্ছে। তবে ভারতে কোনও স্বেচ্ছাসেবক যেহেতু এমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি তাই এখানে ট্রায়াল অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, অক্সফোর্ড ইউনিভার্সিটির নাফেল্ড ডিপার্টমেন্ট অব মেডিসিনের জেনার ইনস্টিটিউটের তৈরি 'কোভিশিল্ড'-এর প্রথম পর্বের ট্রায়াল' এ উল্লেখযোগ্য সাড়া মিলেছিল। যেখানে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেওয়ার পরে ১৮ থেকে ৫৫ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের দেহে দ্বিগুণ প্রতিরোধ ক্ষমতা লক্ষ্য করা গেছে। বর্তমানে ভ্যাকসিন এর দ্বিতীয় এবং তৃতীয় পর্বের ট্রায়াল' চলছে বিশ্বের কয়েকটি দেশে। এই পর্বে আরও বেশি মানুষের শরীরে এই ভ্যকসিনের ট্রায়াল চলছে। তাঁর মধ্যে রয়েছে ভারত। ভারতের মোট ১৭ টি সাইটে এই ভ্যাকসিনের ট্রায়াল চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =