শরীরের কথা জানাবে পোশাক! বিশেষ উপাদানে তৈরি সুতোয় চমক দিলেন বিজ্ঞানীরা

শরীরের কথা জানাবে পোশাক! বিশেষ উপাদানে তৈরি সুতোয় চমক দিলেন বিজ্ঞানীরা

নিউ ইয়র্ক: মনের কথা পড়া কি সহজ কথা? অতি বড় বোদ্ধাও বুঝি মনের গহনে উঁকি দিতে পারেন না সহজে৷ কিন্তু কেমন হত, যদি বুঝে নেওয়া যেতে প্রিয় জনের মনের কথা? অনেকেই হয়তো বলবেন, তাহলে অনেক সহজ হয়ে যেত মানুষের সঙ্গে মানুষর যোগাযোগ। ঘুচে যেত দূরত্ব৷ মনের কথা না বোঝা গেলেও, বিশেষ এক পোশাক এবার বলে দেবে শরীরে লুকিয়ে থাকা রোগের কথা৷ গায়ে জড়ালেই জানা যাবে গোপন রোগের কাহিনি। এমনই দাবি একদল মার্কিন বিজ্ঞানীর। 

আরও পড়ুন-ফের আছড়ে পড়বে করোনার আরও একটা ঢেউ! ওমিক্রন নিয়ে অশনি সঙ্কেত WHO-র

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটির কয়েক জন গবেষক রোডস আইল্যান্ড স্কুল অফ ডিজাইনের পোশাকশিল্পীদের সঙ্গে যৌথ ভাবে এই বিশেষ পোশাক আবিষ্কার করেছেন। তাঁদের কথায়, এই পোশাককে অদৃশ্য মাইক্রোফোন বলা যেতে পারে৷ যা শরীরের ভিতরে হওয়া বিভিন্ন ধরনের শব্দ রেকর্ড করবে। কান যেমন শুনেই বুঝে যায়, কোনটা কীসের শব্দ, ঠিক তেমনই এই পোশাকও চিনে নেবে শরীরের ভিতরে হওয়া শব্দকে। এখানে রয়েছে আরও একটি চমক৷ শুধু শরীরের ভিতরেরই নয়, চারপাশের বিভিন্ন আওয়াজও ধরা পড়বে এই পোশাকে। 

কিন্তু কী ভাবে এটা সম্ভব? বিজ্ঞানীরা জানাচ্ছেন. এক বিশেষ ধরনের ফাইবার ব্যবহার করে এই পোশাকটি তৈরি করা হয়েছে। এই ফাইবার তৈরি হয়েছে ‘পাইজোইলেকট্রিক’ উপাদান দিয়ে৷ যা শব্দ থেকে সৃষ্ট কম্পনকে বৈদ্যুতিক সঙ্কেতে রূপান্তরিত করতে সক্ষম। বিজ্ঞানীদের দাবি, শুধু বিভিন্ন ধরনের শব্দ চিহ্নিত করাই নয়,  এই তন্তুর সাহায্যে খুঁজে বার করা যাবে শব্দের উৎসকেও। 

এই বিশেষ ধরনের সুতো দিয়ে তৈরি পোশাক আগামী দিনে চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে বলেও আশাবাদী বিজ্ঞানীরা। কী ভাবে কাজ করবে এই পোশাক? ধরুন কোনও ব্যক্তি যদি হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছেন৷ সেক্ষেত্রে এই পোশাকে ধরা পড়বে তাঁর হৃদ্‌স্পন্দনের গোলমাল। ফলে সংশ্লিষ্ট ব্যক্তি সতর্ক হয়ে যাবেন এবং সময় মতো সঠিক চিকিৎসা করাতে পারবেন। আবার যাঁদের শ্রবণে সমস্যা রয়েছে, তাঁদের জীবনযাত্রার মান উন্নত করতেও সাহায্য করবে এই পোশাক। আপাতত এই পোশাক নিয়ে গবেষণা আরও এগিয়ে নিয়ে যেতে চান বিজ্ঞানীরা৷