দেশে ৯০,০০০ ছুঁইছুঁই নতুন করোনা আক্রান্ত! সেপ্টেম্বরের পর সর্বাধিক

দেশে ৯০,০০০ ছুঁইছুঁই নতুন করোনা আক্রান্ত! সেপ্টেম্বরের পর সর্বাধিক

নয়াদিল্লি: দ্বিতীয় ঢেউ আসার পর করোনা ভাইরাস সংক্রমণ দেশে চূড়ান্ত আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। দিনপ্রতি ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাঁচ রাজ্যের চলছে বিধানসভা নির্বাচন আর তার মধ্যেই দেশের নতুন ভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮৯,১২৯! ২০২০ সালের পর নতুন বছরে এটি সর্বাধিক সংক্রমণ। খুব একটা ভালো অবস্থা নয় পশ্চিমবঙ্গেরও। 

সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে দিনপ্রতি মৃতের সংখ্যা। সবচেয়ে খারাপ অবস্থা ভারতের হলেও অন্যান্য বেশ কয়েকটি রাজ্য ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। প্রচন্ড আশঙ্কা বাড়াচ্ছে ছত্রিশগড় কারণ সেখানে প্রতিদিন নতুন করে ৩ থেকে ৪ জনের মৃত্যু হচ্ছে। অন্যদিকে জানা গিয়েছে, ইতিমধ্যেই করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ডিএমকে নেত্রী কানিমোজি। এদিকে, আগামী এক সপ্তাহের জন্য লকডাউন কার্যকরী করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণ নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। বাংলাতেও রেকর্ড সংক্রমণ হয়েছে গত ২৪ ঘন্টায়। 

রাজ্যের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৭৩৩, গোটা রাজ্যে সক্রিয় করোনা রোগী বেড়ে হয়েছে ৭৬৯২ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত ছিল ১২৭৪, সেই সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৭৩৩ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫,৮৮,১৮৯ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। ৩৩১ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। অতএব, এই দুই জেলা সংক্রমণের শীর্ষে রয়েছে। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে সংক্রমিত ১৭৩ জন। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। কালিম্পং ও ঝাড়গ্রাম বাদে বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে বলে জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৪ জনের, তাঁদের মধ্যে দু’জন কলকাতার! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *