আপনার কি উচ্চ রক্তচাপ রয়েছে? করোনাকালে সাবধানবাণী চিকিৎসকদের

আপনার কি উচ্চ রক্তচাপ রয়েছে? করোনাকালে সাবধানবাণী চিকিৎসকদের

কলকাতা: গত বছর থেকে করোনা নামক অতিমারিতে বিপর্যস্ত জনজীবন। করোনার দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউ আসার সম্ভাবনার কথা বলেছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা। তাঁদের প্রত্যেকের পরামর্শ, কোভিডের হাত থেকে মুক্তির একটাই পথ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। 

এছাড়া তাঁদের বক্তব্য, যাঁদের শরীরে ইতিমধ্যেই অন্যান্য অসুখ রয়েছে, তাঁদের কোভিডে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। সম্প্রতি একটি তথ্য প্রকাশিত  হয়েছে, যাতে দেখা যাচ্ছে, উচ্চ রক্তচাপের সমস্যা থাকা ব্যক্তিদের জন্য বেশ দুশ্চিন্তার বিষয়৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উচ্চ রক্তচাপজনিত ব্যক্তিদের কোভিডে মৃত্যুর সম্ভাবনা বাড়ছে। দেশজুড়ে প্রায় ৩০ শতাংশ মানুষ হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকলে কোভিডে আক্রান্তদের ক্ষেত্রে নীরব ঘাতকের ভূমিকা পালন করে। মানে উচ্চ রক্তচাপের সমস্যা করোনায় মৃত্যুর হার বাড়িয়ে দেয়। 

তাঁদের মতে, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে ঘরবন্দি থাকতে গিয়ে বহু মানুষই নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করাচ্ছেন না। আর এতে যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগা ব্যক্তিদের রক্তচাপ অনিয়মিত থেকে গিয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগেন৷ চিকিৎসকদের মতে, পরিস্থিতি যাই হোক, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে এবং নিয়মিত ওষুধ খান যাঁরা, তাঁদের নিয়মিত রক্তচাপ মাপা ভীষণ জরুরি। নাহলে তা মারাত্মক আকার নিতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সকলেই যাচ্ছে, তাতে এই সময় প্রত্যেকের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হওয়া দরকার। উচ্চ রক্তচাপের সমস্যা কোভিডে মৃত্যুর হার বাড়িয়ে দেওয়ায়, হাইপার টেনশনে আক্রান্ত রোগীদের আরও অনেক বেশি সাবধান হতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − six =