ওয়াশিংটন: পুরুষের যৌনাঙ্গের আকার নিয়ে বিভিন্ন ধারণা প্রচলিত। যদিও অরগ্যাজম বা চরম সুখের ক্ষেত্রে অধিকাংশ মহিলাই সন্তুষ্ট নন, এমন তথ্য একাধিক সমীক্ষায় উঠে এসেছে। গত বছরের ডিউরেক্সের একটি সমীক্ষায় দেখা গেছে, শতকরা প্রায় ৭০ জন ভারতীয় মহিলা তাঁদের অরগ্যাজমের সন্তুষ্ট নন। পুরুষাঙ্গের আকার এক্ষেত্রে কতটা দায়ী, তা নিয়েও জল্পনার শেষ নেই। তবে পুরুষাঙ্গের আদর্শ আকার কী হওয়া উচিত, তা নিয়ে সব জল্পনার অবসান করেছে সাম্প্রতিক একটি সমীক্ষা। ডেটিং সাইট বিগ ওয়ানের সমীক্ষায় দেখা গেছে, মহিলাদের অরগ্যাজমের ক্ষেত্রে পুরুষের যৌনাঙ্গের আদর্শ আকার হওয়া উচিত ৮ ইঞ্চি৷
ডেটিং সাইট বিগ ওয়ান তাদের ৪,৭৬১ জন মহিলা গ্রাহকের ওপর চালিয়েছিল একটি সমীক্ষা। সমীক্ষায় অংশ নেওয়া মহিলাদের কাছে কয়েকটি প্রশ্ন করেছিল সংস্থাটি। বেশিরভাগ ক্ষেত্রেই অংশগ্রহণকারী মহিলাদের শেষ যৌনমিলনের অভিজ্ঞতার নিরিখে দিতে হয়েছিল সেই প্রশ্নের জবাব। সেই প্রশ্নের মধ্যে পুরুষাঙ্গের আদর্শ আকার নিয়েও উত্তর জানতে চাওয়া হয়েছিল। আর সেই সমীক্ষার নিরিখে মোট অংশগ্রহণকারীরা জানিয়েছেন, ৮ ইঞ্চি পুরুষাঙ্গের ক্ষেত্রে অরগ্যাজম বা চরম সুখের সাফল্যের হার ৪৪ শতাংশ। তবে ৮ ইঞ্চির পরিবর্তে ৯ ইঞ্চির ক্ষেত্রে অরগ্যাজমে সাফল্যের হার ৪২ শতাংশ বলে উঠে এসেছে পরিসংখ্যানে। তবে সমীক্ষায় এমনও বলা হয়েছে, শুধুমাত্র পুরুষাঙ্গের আকারের ওপরেই অরগ্যাজম নির্ভর করে না।
এক্ষেত্রে যৌনমিলনে বিশেষ দক্ষতার ভূমিকাও স্বীকার করেছে তারা। একই সমীক্ষায় তারা দেখেছেন, আকারে ছোট বা বড়, যেকোনও পুরুষাঙ্গই সঙ্গিনীকে চরম সুখ দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে ৩০ শতাংশ সফল হতে পারে। এর পেছনে কোনও নির্দিষ্ট বিজ্ঞান রয়েছে বলেও মনে করে না তারা। বিগ ওয়ান বলে, 'যদি কোনও পুরুষ তাঁর যৌনাঙ্গের সঠিক মাপ নাও জানেন, তবু তিনি যেমন তাঁর সঙ্গিনীকে চরম সুখ দিতে পারেন, একইভাবে যাঁর যৌনাঙ্গের আকার স্বাভাবিকের তুলনায় বড়, তিনিও তাঁর সঙ্গিনীকে যৌনমিলনে হতাশ করতে পারেন।' এক্ষেত্রে মানসিক ঘনিষ্ঠতার বিষয়টিও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
আরও পড়ুন – https://nypost.com/2020/07/02/this-is-the-ideal-penis-size-to-make-women-climax-survey/?utm_medium=SocialFlow&utm_campaign=SocialFlow&utm_source=NYPTwitter&__twitter_impression=true&__twitter_impression=true এই লিঙ্কে৷