কলকাতা: বিল না দেওয়ার জন্য রোগী ও পরিবারের লোকজনকে আটকে রাখা চরম বেআইনি। শুধু তাই নয়, আন্তর্জাতিক আইনবিরোধীও বটে। এক ট্যুইটবার্তায় সম্প্রতি সারা বিশ্বকে এই বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ওই বার্তায় তারা আরও জানিয়েছে, স্বাস্থ্যের অধিকার এক ধরনের মানবাধিকার। বিলের জন্য রোগী ও পরিবারকে আটকানো যাবে না। এই বার্তাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে দেশজুড়ে। অনেকেই এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন, বিল আটকে রাখা সংক্রান্ত বিভিন্ন মামলায় ‘অস্ত্র’ হয়ে উঠতে পারে হু’র এই ট্যুইট। আবার অন্য মহলের আশঙ্কা, জনকল্যাণে এই ট্যুইট হলেও, এর মূল বক্তব্যের কেউ কেউ অপব্যবহার করতে পারে।
বিল না মেটালেও রোগীকে আটকে রাখা যাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কলকাতা: বিল না দেওয়ার জন্য রোগী ও পরিবারের লোকজনকে আটকে রাখা চরম বেআইনি। শুধু তাই নয়, আন্তর্জাতিক আইনবিরোধীও বটে। এক ট্যুইটবার্তায় সম্প্রতি সারা বিশ্বকে এই বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ওই বার্তায় তারা আরও জানিয়েছে, স্বাস্থ্যের অধিকার এক ধরনের মানবাধিকার। বিলের জন্য রোগী ও পরিবারকে আটকানো যাবে না। এই বার্তাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা