অক্সফোর্ডের করোনা টিকা প্রয়োগে বড় পদক্ষপ কেন্দ্রের

অক্সফোর্ডের করোনা টিকা প্রয়োগে বড় পদক্ষপ কেন্দ্রের

নয়াদিল্লি: সংক্রমণ ঠেকানো এখন একমাত্র লক্ষ্য৷ ফলে সময় নষ্ট না করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের এবার চূড়ান্ত পর্যায়ের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার৷ দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে এই টিকা প্রয়োগের পরীক্ষা শুরু হবে৷ প্রাথমিক পর্যায়ে মোট ১৭টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে৷ সেখানে চলবে এই পরীক্ষামূলক প্রয়োগ৷

ইতিমধ্যেই ইউরোপ, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় পরীক্ষামূলক ভাবে এই টিকার মানবদেহে প্রয়োগ করা হয়েছে৷ ব্রাজিলে চতুর্থ পর্বের হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গিয়েছে৷ সেখানে এই ভ্যাকসিনের কাজ অত্যন্ত আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গিয়েছে বলে খবর৷ অন্য দেশের ফলাফল দেখে ভারতে প্রথম ও দ্বিতীয় ধাপে হিউম্যান ট্রায়ালের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া৷

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজে স্থাপিত সুইডেনের কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা যৌথ উদ্যোগে করোনা টিকা কোভিশিল্ড তৈরি করেছে৷ কোভিশিল্ড তৈরিতে ভারতের সহযোগি সংস্থা পুনের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া৷ টিকা তৈরিতে এই সংস্থার পেশাদারিত্ব দেশ-বিদেশে উচ্চ প্রশংসিত৷ এর আগে ডিপিটি, বিসিজি, সোয়াইন ফ্লুর টিকাও সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে৷ এবার করোনার পালা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eleven =