নয়াদিল্লি: মনে করা হচ্ছিল যে এবার হয়তো ধীরে ধীরে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে বেরোনো যাবে। বিশ্বজুড়ে তুলনামূলকভাবে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছিল বিগত কয়েক দিন ধরে। কিন্তু ঠিক এই সময় হাজির হল নতুন করোনাভাইরাস প্রজাতি। এখন বিশ্বের নতুন ত্রাস ওমিক্রন। তবে কেমন দেখতে এই নতুন প্রজাতি? ভয়ঙ্কর কী প্রভাব রয়েছে তার? ইতিমধ্যেই এই ভাইরাসের ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
মিলানের একটি বিশ্ববিদ্যালয়ের ব্যাম্বিনো গেসু রিসার্চ গ্রুপের গবেষকরা এই নতুন করোনাভাইরাস প্রজাতির ছবি প্রকাশ্যে এনেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল যে এই নতুন প্রজাতির ভাইরাস কমপক্ষে ৫০ বার মিউটেশন ঘটিয়েছে নিজের। ডেল্টা প্রজাতির থেকেও বেশি সংক্রমণ ধরা হচ্ছে এটিকে। আর সেই ভাইরাসের ছবি প্রকাশ্যে এসেছে এবার। যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই ভাইরাসের সংক্রমণ শরীরে যে জায়গায় ঘটেছে সেখানে সবথেকে বেশিবার মিউটেশন হয়েছে। ভাইরাল হওয়া এই ছবিতে ডেল্টা প্রজাতি এবং এই নতুন প্রজাতির একটি তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ডেল্টার থেকে কতটা ভয়ানক চেহারা হতে পারে ওমিক্রন। এছাড়াও বিভিন্ন রং দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই ভাইরাসের কোন অংশগুলি বেশি পরিবর্তনশীল।
যদিও এখনও এই ধরনের কোনো প্রমাণ মেলেনি যে এই ভাইরাস বেশিবার মিউটেশন করেছে বলে এটি বেশি ভয়ানক হতে পারে। এখনো পর্যন্ত গবেষণায় এই ধরনের কোন তথ্য উঠে আসেনি তাই এই গবেষণা এখনো বহাল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভ্যাকসিন নেওয়া ব্যক্তিও এই প্রজাতির দ্বারা আক্রান্ত হতে পারেন পুনরায়। আবার কারুর যদি করোনা হয়ে থাকে তিনিও এই ক্ষেত্রে আক্রান্ত হতে পারেন।