দূষিত বাংলায় সংকটে নবপ্রজন্ম, বাড়ছে দীর্ঘমেয়াদি রোগের প্রকোপ

কলকাতা: দূষণের নিরিখে দিল্লিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলছে বাংলা৷ শীতের দোরগোড়ায় বাংলা ফের দূষিত৷ গত সপ্তাহ দু’য়েকের দুষণের মাত্রা বলছে, এমন বেশ কয়েকটি দিন আসছে, যেখানে দিল্লি-সহ অন্য রাজ্যকেও ছাপিয়ে গিয়েছে বাংলার রাজধানী৷ আর তা থেকে হরেক সমস্যা শরীরে দানা বাঁধছে, শিশু থেকে প্রবীণদের মধ্যেও৷ ইতিমধ্যেই শ্বাসজনিত সমস্যায় ভুগতে শুরু করেছে শিশুরা৷ এই পরিস্থিতিতে শিশুরোগ

দূষিত বাংলায় সংকটে নবপ্রজন্ম, বাড়ছে দীর্ঘমেয়াদি রোগের প্রকোপ

কলকাতা: দূষণের নিরিখে দিল্লিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলছে বাংলা৷ শীতের দোরগোড়ায় বাংলা ফের দূষিত৷ গত সপ্তাহ দু’য়েকের দুষণের মাত্রা বলছে, এমন বেশ কয়েকটি দিন আসছে, যেখানে দিল্লি-সহ অন্য রাজ্যকেও ছাপিয়ে গিয়েছে বাংলার রাজধানী৷ আর তা থেকে হরেক সমস্যা শরীরে দানা বাঁধছে, শিশু থেকে প্রবীণদের মধ্যেও৷

ইতিমধ্যেই শ্বাসজনিত সমস্যায় ভুগতে শুরু করেছে শিশুরা৷ এই পরিস্থিতিতে শিশুরোগ বিশেষজ্ঞদের মতে, শিশুদের ক্ষেত্রে দূষণের প্রভাব স্লো পয়জন বা ধীরে ধীরে বিষক্রিয়ার মতো৷ দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি করে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ শিশুদের শ্বাসকষ্টজনিত রোগ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে৷ একই সঙ্গে হাড়ের সমস্যায় বাড়ছে বলে খবর৷

পরীক্ষার ফলাফল বলছে, অধিকাংশ শিশুর শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি তৈরি হয়েছে৷ কেননা, ভিটামিন ডি পাওয়া যায় সূর্যালোক থেকে৷ কিন্তু দূষণের জেরে যথেষ্ট সূর্যালোক থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা৷ ফলে বাড়ছে সমস্যা৷ অনেকে দূষণ আটকাতে মাস্ক ব্যবহার করেছেন বটে, কিন্তু তা মানসিক শান্তি ছাড়া আর কিছু নয় বলে মত বিশেষজ্ঞদের৷ কেন্দ্র ও রাজ্য যতক্ষণ না পর্যন্ত দূষণ নিয়ে পদক্ষেপ করবে, ততক্ষণ সাধারণ মানুষের নিস্তার নেই বলে মনে করছেন পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *