তাইপেই: বিশ্বে এই মুহূর্তে করোনাভাইরাস প্রজাতির মধ্যে সবথেকে বেশি আতঙ্ক ছড়িয়ে রেখেছে ডেল্টা। এমন কোনও দেশ নেই যেখানে এই প্রজাতি ছড়িয়ে পড়েনি এবং এই নিয়ে আতঙ্ক আরো দিন দিন বাড়ছে। তবে প্রথম থেকেই একটা প্রশ্নের উত্তর মিলছে না যে আচমকা এই প্রজাতি কী করে ছড়িয়ে পড়ল। এরমধ্যে আবার নতুন করে ভাইরাস আতঙ্ক সৃষ্টি হয়েছে তাইওয়ানে। যিনি প্রথম সংক্রমিত হয়েছেন তিনি কোনও রকম বিদেশ সফরে যাননি। তাই প্রশ্ন উঠে গিয়েছে যে তাহলে তিনি কী করে আক্রান্ত হলেন। এখন হয়তো এই প্রশ্নের উত্তর পাচ্ছেন গবেষকরা।
জানা গিয়েছে, তাইওয়ানের শীর্ষস্থানীয় এক গবেষণা সংস্থায় কাজ করতেন ওই তরুণী। তিনি ইতিমধ্যে মডার্না ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন এবং সম্প্রতি বিদেশ সফরে যাননি। কিন্তু জানা গিয়েছে যে কিছুদিন আগে ওই তরুণীকে একটি ইঁদুর কামড়েছিল যখন তিনি গবেষণাগারে ছিলেন। তাই অনুমান করা হচ্ছে যে ওই ইঁদুর থেকে হয়তো ভাইরাস ছড়িয়েছে ওই তরুণীর দেহে। এবারে এই নিয়ে তদন্ত প্রয়োজন বলে মনে করা হচ্ছে কারণ যদি ইঁদুর থেকে ডেল্টা প্রজাতির ভাইরাস ছড়াতে পারে তাহলে তা আরও বেশী বিপজ্জনক হতে পারে ভবিষ্যতে। তবে এই অনুমান এখনো পর্যন্ত প্রমাণ করা সম্ভব নয়। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
কিছুদিন আগে পর্যন্ত তাইওয়ান করনা ভাইরাস মুক্ত ছিল। কিন্তু এখন এই ঘটনার পর আবার সেখানে আতঙ্ক বাড়ছে ভাইরাসের। এই প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দেশকে সম্পূর্ণভাবে ভাইরাস মুক্ত করতে যে কোনও রকম পদক্ষেপ নেবে সরকার। পাশাপাশি টিকাকরণেও জোর দেওয়া হচ্ছে।