সব করোনা প্রজাতিকে ‘কামারের এক ঘা’ দিতে পারে স্পুটনিক! বলছে গবেষণা

সব করোনা প্রজাতিকে ‘কামারের এক ঘা’ দিতে পারে স্পুটনিক! বলছে গবেষণা

মস্কো: করোনাভাইরাসের বিরুদ্ধে যখন গোটা পৃথিবী লড়াই শুরু করেছিল সেই সময় প্রথম ভ্যাকসিন নিয়ে এসেছিল রাশিয়া। অন্তত তাদের দাবি ছিল যে বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন তাদেরই ‘স্পুটনিক ভি’। সেই সময় এই ভ্যাকসিন নিয়ে বিতর্ক থাকলেও এখন বিশ্বের একাধিক দেশে অনুমোদন পেয়েছে এটি। এবার এক নয়া গবেষণায় দাবি করা হচ্ছে, করোনাভাইরাস একাধিক প্রজাতির বিরুদ্ধে সম্পূর্ণ কার্যকরী এই রাশিয়ান ভ্যাকসিন।

ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে করোনার একাধিক প্রজাতি। তাদের মধ্যে রয়েছে আলফা, বিটা, ডেল্টা, ডেল্টা প্লাস, কাপ্পা সহ একাধিক। রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি এন্ড মাইক্রোবায়োলজির গবেষণা বলছে, করোনার নয়া প্রজাতিগুলির বিরুদ্ধে যথেষ্ট কার্যকরী ভ্যাকসিন স্পুটনিক ভি। গবেষণায় দাবি করা হয়েছে, উপরিউক্ত সমস্ত প্রজাতি ছাড়াও করোনার ল্যামডা প্রজাতির বিরুদ্ধেও কার্যকরী এই ভ্যাকসিন। যদিও মনে করা হচ্ছে যে করোনার ডেল্টা এবং ডেল্টা প্লাস ভ্যাকসিনের বিরুদ্ধে অন্য প্রজাতির তুলনায় সবথেকে বেশি কার্যকরী এটি। গামালিয়ার এই নতুন গবেষণা অবশ্য ভাবে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিচ্ছে বিশ্বকে, যদিও এখনো চূড়ান্ত ভাবে কিছুই বলা যাচ্ছে না। আপাতত এই ভ্যাকসিন নিয়ে গবেষণা জারি রয়েছে তবে সাম্প্রতিক এই রিপোর্ট সত্যিই আশা জাগাচ্ছে। উল্লেখ্য ভারত সহ বিশ্বের ৬৭ টি দেশে এখন ব্যবহার করা হচ্ছে রাশিয়ান এই ভ্যাকসিন।

আরও পড়ুন- মোটা হওয়া নিয়ে কটূক্তির জবাব দিলেন দিলেন শুভশ্রী

এই খবর এমন একটা সময়ে সামনে এসেছে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার একাধিক প্রজাতিকে নিয়ে ব্যাপক চিন্তিত। ডেল্টা প্রজাতি থেকে শুরু ল্যামডা, সব নিয়ে ব্যাপক আশঙ্কায় রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মনে করা হচ্ছে করোনার ডেল্টা প্রজাতি ভারতে তৃতীয় ঢেউ নিয়ে আসবে সংক্রমণের। অন্যদিকে এই প্রজাতির মতই অতিরিক্ত সংক্রামক করোনার ল্যামডা প্রজাতি। এদিকে আবার কেন বিশ্বের সংক্রমণ কমছে না সেই নিয়েও তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *