কলকাতা: আকুপাংচারকে পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। এর নিয়মনীতি তৈরি করতে কমিটি গঠন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের চিকিৎসা গবেষণা শাখা এক নির্দেশনামায় জানিয়েছে, নতুন ধরনের চিকিৎসা পদ্ধতিগুলির গ্রহণযোগ্যতা খতিয়ে দেখতে ২০১৬ সালে একটি অন্তর্বিভাগীয় কমিটি গঠন করে কেন্দ্র। সেখানে আকুপাংচারকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জমা পড়ে। ২০১৭ এবং ’১৮ সালে দুটি বৈঠকে সেই আবেদন খতিয়ে দেখে কমিটি। এরপর গত জুনে এ সংক্রান্ত কতগুলি সুপারিশ করে এই কমিটি।
