মানুষেরই একটি জিনে আরও ভয়ানক হয়েছে করোনা!

মানুষেরই একটি জিনে আরও ভয়ানক হয়েছে করোনা!

কলকাতা: বিগত ২ বছর ধরে বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করে রেখেছে নোভেল করোনাভাইরাস। টিকাকরণ শুরু হয়ে যাওয়ার পরেও এর সংক্রমণে লাগাম টানা যায়নি। বরং এখন কোভিডের তৃতীয়, চতুর্থ ঢেউ দেখা যাচ্ছে। কিন্তু একটা বিষয় ঠিক যে, মানুষে মানুষে করোনার প্রভাব ভিন্ন। কেউ ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন কোভিডে, আবার কেউ আক্রান্ত হলেও খুব বেশি ভুগছেন না। এমন কেন? সেটা হয়তো জানা গেল এবার। এই ভিন্নতার জন্য দায়ি মনে করা হচ্ছে মানুষেরই একটি জিনকে।

পোল্যান্ডের ‘মেডিক্যাল ইউনিভার্সিটি অব বায়ালিস্টক’-এর জিন বিশেষজ্ঞদের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, মানুষের শরীরে থাকা একটি বিশেষ জিন এই তারতম্যের জন্য দায়ি। এই জিনের প্রভাবেই মানবদেহে করোনা ভয়াবহ হয়ে ওঠে। মানুষের শরীরে এই জিনের উপস্থিতি এবং অতি সক্রিয়তা কোভিডের ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা কয়েক গুণ বাড়িয়ে দেয় বলেও দাবি করা হয়েছে এই গবেষণায়। চাঞ্চল্যকর এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার জেনেটিক্স’-এ।

আরও দাবি করা হচ্ছে, যারা টিকা নিতে চাইছে না, তাদের শরীরে যদি এই জিন থাকে তাহলে তাদের অবশ্যই টিকা নিতে হবে। নাহলে তাদের জটিলতা বাড়বে। এতএব, মানব শরীরের এই জিন করোনা ভাইরাসকে সরাসরি প্রভাবিত করছে বলেই দাবি। আরও চাঞ্চল্যকর একটি বিষয় উঠে এসেছে এই গবেষণায়। দাবি করা হয়েছে, ভারতের জনসংখ্যার ২৭ শতাংশের দেহেই এই জিনটির হদিশ মিলেছে। যেখানে খোদ পোল্যান্ডের নাগরিকদের ১৪ শতাংশের দেহে রয়েছে এই জিন। প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ২০২ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৬৫ লক্ষ ৮২ হাজার ১২৯ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০। এদিকে, দেশের সংক্রমণের হার আপাতত রয়েছে ৫.২৩ শতাংশে। তবে গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ১৪.৭৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 1 =