হু হু করে বাড়ছে ‘মাঙ্কিপক্স’, ১০ দিনে ১২ দেশে হানা

হু হু করে বাড়ছে ‘মাঙ্কিপক্স’, ১০ দিনে ১২ দেশে হানা

নয়াদিল্লি: করোনা ভাইরাসের মতোই এই ভাইরাস নিয়ে আগে থেকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা হয়েছিল যে, যত দিন যাবে ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ বাড়বে। সেটাই এবার হয়তো সত্যি হচ্ছে। কারণ তথ্য বলছে, বিগত ১০ দিনের মধ্যে ১২ দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ। আক্রান্ত হয়েছে ৯২ জন। আমেরিকা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে এর বাড়বাড়ন্ত চোখে পড়েছে। ভারতে আপাতত এই ভাইরাসের হদিশ না মিললেও কেন্দ্রীয় সরকার যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে।

আরও পড়ুন- ক্রিকেটার, রাজনীতিবিদ থেকে এখন সিধুর পরিচয় কয়েদি নম্বর ২৪১৩৮৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব, আগামী কয়েক দিনে আরও বেশি পরিমাণে বাড়বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কারণ দেখা গিয়েছে, করোনা অতিমারি ঘোষণা হয়নি, এমন দেশেও এই ভাইরাসের খোঁজ মিলেছে। সুতরাং মনে করা হচ্ছে, খুব দ্রুত গতিতে এই ভাইরাস সংক্রমণ ঘটাচ্ছে। যদিও করোনার মতো দ্রুত হারে এই ভাইরাস সংক্রমণ ছড়াতে পারে না। এই রোগ নিয়ে আরও বেশি ভয় বাড়ছে কারণ, অন্যান্য পক্সের তুলনায় এটি নতুন এবং অপরিচিত। বিশেষজ্ঞদের বক্তব্য, জলবসন্ত বা গুটিবসন্তের তুলনায় এটি বিরল এবং এই ভাইরাসে আক্রান্তদের সুস্থ করতে নির্দিষ্ট কোনও চিকিৎসাপদ্ধতি চিকিৎসকদের জানা নেই। তাই কেউ আক্রান্ত হলে প্রাথমিক পর্যায়ে কী করা উচিত তা নির্ধারণ করতে করতেই অনেক সময় পেরিয়ে যাচ্ছে।

ভারতে এই ভাইরাসের বাড়বাড়ন্ত হবে না বলে ইতিমধ্যেই দাবি করা হয়েছে। তবুও কেন্দ্রীয় সরকার সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। মূলত যারা বিদেশ থেকে আসছেন তাদের ওপর কড়া নজরদারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের স্বাস্থ্য পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। কেন্দ্র বিদেশ থেকে ভারতে ঢোকার সব ক’টি পথেই কড়া স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে। তবে শুধু আকাশপথ নয়, স্থলপথ এবং জলপথে আসা নাগরিকদের স্বাস্থ্যের দিকেও নজর দিতে নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *