গাড়ি চালাচ্ছে? জগিং করছেন? তখনও কি মাস্ক পরা বাধ্যতামূলক? জানালো স্বাস্থ্য মন্ত্রক

 একসঙ্গে কয়েকজন মিলে সাইকেল চালালে  বা জগিং করলে, সংক্রমণ এড়াতে মাস্ক পরা উচিত এবং সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত, বলেই উল্লেখ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ

নয়াদিল্লি: দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর থেকেই সতর্কতা বিধি অনুসারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইনে বলা হয়েছে, রাস্তায় বেরোলেই ফেস মাস্ক পরা বাধ্যতামূলক। তবে একা গাড়ি বা সাইকেল চালানোর সময় ফেস মাস্ক পরা বাধ্যতামূলক নয়। এমনকি একা বাইরে বেরিয়ে শরীর চর্চার ক্ষেত্রেও এমন কোনো বাধ্যবাধকতা নেই। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, এমন কোনো নির্দেশিকা জারি করেনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

তবে একসঙ্গে কয়েকজন মিলে সাইকেল চালালে বা জগিং করলে, সংক্রমণ এড়াতে মাস্ক পরা উচিত এবং সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত, বলে উল্লেখ করেন তিনি। ইদানিং দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে  গাড়ি চালানোর সময় মাস্ক না পরার কারণে  চালান ধরিয়ে দিচ্ছে পুলিশ। আর এই পুরো প্রক্রিয়ায় তাদের গন্তব্যে পৌঁছোতে দেরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন দেশের একাধিক শহরের বহু মানুষ। এই নিয়মের পেছনে কি মুক্তি রয়েছে এমন প্রশ্নও তুলেছেন। বিষয়টি স্পষ্ট নয় কারণ মাস্ক পরা বাধ্যতামূলক, এই নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের, স্বাস্থ্য মন্ত্রকের নয়।

 

রাজেশ ভূষণ বিবৃতিতে বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে দেরীতে হলেও নিজের স্বাস্থ্য সম্পর্কে এখন সচেতনতা বেড়েছে মানুষের মধ্যে এবং রাস্তায় একসঙ্গে দু-তিন জনকে সাইকেল চালাতে  জগিং করতে দেখাই যায়না। কিন্তু এমন হলে একে অপরের থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মাস্ক পরা উচিত। তবে কেউ একা গাড়ি চালালে সেক্ষেত্রে মাস্ক পরা যে বাধ্যতামূলক, তেমন কোনো নির্দেশিকা জারি করেনি স্বাস্থ্য মন্ত্রক বলেই উল্লেখ করেন ভূষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *