সময়ের আগেই দিয়ে দেওয়া হতে পারে কোভিড বুস্টার টিকা? কী ভাবে

সময়ের আগেই দিয়ে দেওয়া হতে পারে কোভিড বুস্টার টিকা? কী ভাবে

নয়াদিল্লি: করোনার বিরুদ্ধে লড়তে ইতিমধ্যেই দেশে শুরু হয়ে গিয়েছে বুস্টার ডোজ দেওয়া। করোনা যোদ্ধা থেকে ৬০ বছরের ওপরে বয়স এমন ব্যক্তিরা তো বটেই, ১৮ বছরের ঊর্ধ্বে যারা আছে তারাও বুস্টার ডোজ পাচ্ছে। কিন্তু সেই বুস্টার ডোজ দেওয়ার কিছু নিয়ম আগে থেকে জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। স্পষ্ট করা হয়েছিল যে, দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার ৯ মাস পর এই বুস্টার ডোজ নিতে হবে। কিন্তু এখন জানান হচ্ছে যে, কেউ কেউ এই নির্দিষ্ট সময়ের আগেই পেয়ে যেতে পারে বুস্টার টিকা। তাহলে কারা পাবে সেটি?

আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে

কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আবার টিকা নীতিতে বদল আসতে পারে। দ্বিতীয় টিকা এবং বুস্টার টিকার মাঝে প্রাপ্তবয়স্কদের জন্য যে ৯ মাসের ব্যবধান রাখা হয়েছে, তা এবার কমে যেতেই পারে। এর পাশাপাশি অনেকে সময়ের আগেই বুস্টার টিকা নিয়ে নিতেন পারেন। তবে সেক্ষেত্রে অন্য একটি বিষয় আছে। যাঁরা বিদেশে যাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে এই সুযোগ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত এই বিষয় নিশ্চিত করা হয়নি। চলতি বছরের গোড়ায় বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এপ্রিল মাস থেকে আবার সব প্রাপ্ত বয়স্কই বুস্টার টিকা পাচ্ছেন। এরই মধ্যে আবার বদল ঘটার সম্ভাবনা টিকা প্রদানে।

এই বুস্টার টিকা নেওয়ার জন্য আবার আলাদা করে কো-উইন পোর্টালে নাম লেখাতে হবে কিনা। এই বিষয়ে কেন্দ্র জানিয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা বুস্টার ডোজ নেওয়ার সুযোগ পাবেন, তাঁদের নাম ইতিমধ্যে কো-উইন পোর্টালে আছে। তাই নতুন করে নাম নথিভুক্ত করার প্রয়োজন পড়বে না। যারা নেননি তাদের নিয়ম অনুযায়ী নাম নথিভুক্ত করে প্রথম এবং দ্বিতীয় ডোজ নিয়ে তারপর বুস্টার নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =