নয়াদিল্লি: বিগত কয়েক সপ্তাহ ধরে এই ওষুধ নিয়ে জল্পনা ছিল। অবশেষে জানা গেল যে আগামী দু-একদিনের মধ্যেই আপৎকালীন ব্যবহারের অনুমতি পেতে চলেছে ভারতের তৈরি করোনাভাইরাস ওষুধ ‘মলনুপিরাভির’। সম্প্রতি এমনটাই জানিয়েছে ভারতের কোভিড স্ট্র্যাটেজি গ্রুপ। এই ওষুধ প্রসঙ্গে তারা দাবি করছে যে, প্রাপ্তবয়স্কদের জন্য এটি অত্যন্ত কার্যকরী হবে এবং অত্যন্ত আশঙ্কাজনক রোগীর প্রাণ বাঁচাতেও সক্ষম হবে এই ওষুধ। করোনা ভাইরাসের এই ওষুধ বাজারে আসলে যে সংক্রমণ রোধে তা আমি বেশি কার্যকর হবে এমন দাবিও করা হচ্ছে।
কোভিড স্ট্রাটেজি গ্রুপের চেয়ারম্যান ডা: রাম বিশ্বকর্মা জানিয়েছেন, এই ওষুধ বাজারে আসার পর দেশের করোনাভাইরাস পরিস্থিতি অনেক বেশি বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে দেখা যেতে পারে যে এই ওষুধ টিকাকরণের থেকেও বেশি কার্যকরী হচ্ছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে এখন তাদের কাছে যথেষ্ট পরিমাণ এই ওষুধ রয়েছে এবং অনুমতি পেলেই তা ব্যবহার করা যেতে পারে। তথ্য বলছে, আপাতত ভারতের মোট পাঁচটি কোম্পানি এই ওষুধ উৎপাদনের জন্য প্রস্তুত। উল্লেখ্য, আমেরিকান সংস্থা ফাইজারও বাজারে নতুন করোনাভাইরাস ওষুধ আনতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। সেই ওষুধের নাম ‘প্যাক্সলোভিড’।
প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ০৯১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৪০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩ হাজার ৮৭৮ জন। মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৯২৫ জন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ০১ হাজার ৬৭০ জন। অন্যদিকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬২ হাজার ১৮৯ জন। দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা এই মুহূর্তে ১ লক্ষ ৩৮ হাজার ৫৫৬ জন, যা গত ২৬৬ দিনে সর্বনিম্ন।