কলকাতা: বায়ুদূষণে শুধু ফুসফুসই নয়, প্রভাব পড়ে কিডনিতেও। এমনকি বায়ুদূষণের ফলে মানুষের রক্তচাপও প্রভাবিত হয়। এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে৷
সম্প্রতি সোসাইটি অফ নেফ্রোলজি বা এএসএন কিডনি সংক্রান্ত সচেতনামূলক প্রচারে যে তথ্য জানা গিয়েছে, তা হল বায়ুদূষণের জন্যই প্রাপ্তবয়স্কদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ বা সি কে ডি উচ্চ রক্ত চাপ ছাড়াও গ্যালেকটিন ৩-এর মাত্রা বেড়ে যায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির গবেষণার প্রধান লেখক হাফসা তারিক বলেছেন, ‘সি কে ডি আক্রান্ত ব্যক্তিদের মায়োকার্ডিয়াল ফাইব্রোসিসের বিকাশের সঙ্গে বায়ুদূষণ সরাসরি যুক্ত থাকতে পারে।’ হৃৎপিণ্ডের ফাইব্রোব্লাস্ট নামক এক ধরনের কোষ কোলাজেনাস স্কার টিস্যু তৈরি হলে মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস দেখা দেয়৷ এটি হার্ট ফেল, এমনকি মৃত্যুর কারণও হতে পারে।
তারিক বলছেন, ‘বায়ুদূষণ কমলে সি কে ডি-তে ভোগা রোগীদের মধ্যে সাবক্লিনিক্যাল কার্ডিওভাসকুলার ডিজিজ কমাতে সাহায্য হবে৷’ ১০১৯ জনের গ্যালেক্টিন ৩ স্তরের অবস্থা কী, তা জানার জন্য পরীক্ষা করা হয়৷ পরেরর ২৪ মাস তার ফলো আপ করে এই সমীক্ষা শেষ করা হয়। সেই সমীক্ষা শেষে গবেষকরা জানিয়েছেন, বায়ুদূষণ মায়োকার্ডিয়াল ফাইব্রোসিসের অবস্থা যে শুধু খারাপই করে তা নয়, সঙ্গে গ্যালেক্টিন ৩ স্তরের মাত্রা মারাত্মক পরিমাণে বাড়িয়ে দেয়। ফলে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্তদের অবস্থা আরও খারাপ হতে থাকে৷